Ajker Patrika

দেশে ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মে ২০২৫, ১২: ৪২
বিমানবন্দর থেকে বের হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন বেগম খালেদা জিয়া। ছবি: আজকের পত্রিকা
বিমানবন্দর থেকে বের হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়েন বেগম খালেদা জিয়া। ছবি: আজকের পত্রিকা

দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১২ ঘণ্টারও বেশি সময় ভ্রমণ করে আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাঁকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

লন্ডনে চার মাস চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরলেন খালেদা জিয়া। গতকাল সোমবার স্থানীয় সময় ২টা ১০ মিনিটে লন্ডনে তারেক রহমানের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। তাঁর সঙ্গী হয়ে দেশে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান ও ছোট ছেলে আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান।

এদিকে বিমানবন্দরে অপেক্ষারত নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে উচ্ছ্বাস। গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত দলের নির্দেশনা মেনে তাঁরা দাঁড়িয়েছেন ফুটপাতে-ডিভাইডারে। বিভিন্ন স্লোগানে মুখর করে রাখছেন। বিপুলসংখ্যক নেতাকর্মীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ছবি: ভিডিও থেকে নেওয়া
খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফেরার খবরে ঢাকায় এসেছেন বরগুনার পাথরঘাটার মেহেদী হাসান। বিমানবন্দরের সামনের সড়কে হাজারো নেতাকর্মী শামিল হয়েছেন প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে।

স্থানীয় যুবদল ইউনিয়নের এই নেতা আজকের পত্রিকা'কে বলেন, ‘গত ১৬ বছর এত নির্যাতন সহ্য করেছেন ম্যাডাম, জেল খেটেছেন। আজকে তিনি দেশে ফিরে আসছেন চিকিৎসা নিয়ে। তাই আবেগ ধরে রাখতে পারি নাই, ঢাকায় চলে আসছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত