Ajker Patrika

হেফাজতের ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব

নিজস্ব প্রতিবেদক
হেফাজতের ৫৪ নেতার ব্যাংক হিসাব তলব

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির-মহাসচিবসহ শীর্ষ ৫৪ নেতার আর্থিক লেনদেন খুঁজছে সরকার। বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত বৃহস্পতিবার (১ এপ্রিল) তাদের হিসাব তলব করে।  সংস্থাটির প্রধান আবু হেনা মোহা. রাজী হাসান আজ রবিবার আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেন।

মোদিবিরোধী আন্দোলনের পর সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে এই হিসাব তলব করা হয়েছে বলে তিনি জানান।

জানা গেছে, ব্যাংক হিসাব তলব করা নেতাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী, মহাসচিব নূর হুসাইন কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মুহাম্মদ মাহফুজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাইল করীম, মহাসচিব সৈয়দ ফয়জুল করীম, আল-হাইয়্যাতুল উলয়াও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ আরো অনেকেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত