Ajker Patrika

খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে ফিরোজার সামনে নেতা-কর্মীর ঢল

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ২১: ১৭
আজ মঙ্গলবার সন্ধ্যায় ফিরোজার সামনে বিএনপির নেতা-কর্মীদের ঢল নামে। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার সন্ধ্যায় ফিরোজার সামনে বিএনপির নেতা-কর্মীদের ঢল নামে। ছবি: আজকের পত্রিকা

আজ রাত ১০টায় কাতারের আমির বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’-এ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানের বাসা ফিরোজার সামনে জমায়েত হয়েছেন নেতা-কর্মীরা। সময় গড়ানোর সঙ্গে বড় হয়ে আসছে এই জনতার ঢল।

সরেজমিন দেখা গেছে, ফিরোজার সামনের রাস্তাটিতে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফিরোজায় আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সাড়ে ৬টায় তিনি বেরিয়ে যান।

জানা গেছে, গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি কাকলী গোলচত্বর হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমানটি গতকাল সোমবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

আজ মঙ্গলবার বিকেলে ফিরোজার সামনে জমেয়েত হতে শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা
আজ মঙ্গলবার বিকেলে ফিরোজার সামনে জমেয়েত হতে শুরু করেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বেলা ৩টা নাগাদ ফিরোজা ভবনে প্রবেশ করেছেন বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত