Ajker Patrika

অন্যান্য বছরের তুলনায় এবার সড়ক যথেষ্ট ভালো আছে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৪: ০২
অন্যান্য বছরের তুলনায় এবার সড়ক যথেষ্ট ভালো আছে: ওবায়দুল কাদের

অন্যান্য বছরের তুলনায় এবার সড়ক যথেষ্ট ভালো আছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

সেতুমন্ত্রী বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার সড়ক যথেষ্ট ভালো আছে। গাজীপুরে যে সমস্যাটা ছিল, সেটা ওভারকাম করা গেছে। সেখানে আর সমস্যা হবে না, গাড়ি ঠিকমতো চলছে। আর উত্তরবঙ্গের দিকে যে সমস্যাটা হয়, সেটাও এবার আমরা ওভারকাম করতে পেরেছি। আমরা তিনটা ফ্লাইওভার খুলে দিয়েছি, তারপর বঙ্গবন্ধু সেতুর ওই পাশে যে সমস্যাটা হয়, সেখানে নলকা ছিল দীর্ঘদিনের এক দুর্ভোগের জায়গা। এবার আমরা নলকা সেতু করে ফেলেছি। কাজেই সেখানেও কোনো দুর্ভোগ হবে বলে আমার মনে হয় না।’ 

ওবায়দুল কাদের বলেন, ‘একটু ভিড় দেখলেই অনেক সময় গাড়িগুলো উল্টো পথে চলে যায়। উল্টো পথে দু-চারটা গাড়ি গেলে এরপর পুরো এলাকায় অনেকক্ষণ ধরে যানজট থাকে। এবার বিষয়টাকে আমরা ভালোভাবে দেখছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন। এবার কোনো রাস্তায় যেন কোনো অবস্থায় দুর্ভোগ না হয়, সে ব্যাপারে তিনি খেয়াল রাখছেন। 

সেলফি পরিবহনের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দু-একটা ঘটনা হয়তো ঘটছে। আমাদের লোক সার্বক্ষণিক দায়িত্বে আছে। এরকম কিছু হলে আমরা অবশ্যই দেখব।’ এ সময় যাত্রী হয়রানি বা ভাড়া বেশি নেওয়ার অভিযোগগুলো আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার ব্যাপারে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতকে আরও তৎপর হওয়ার নির্দেশ দেন সেতুমন্ত্রী। 

ঈদের পরে বিএনপির আন্দোলনের ঘোষণার ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘দেখতে দেখতে ১৩ বছর পার হলো, আন্দোলন হবে কোন বছর? বিগত ১৩ বছর থেকে বিএনপি ঈদের পরে কঠোর আন্দোলনে নামবে বলে ঘোষণা দিয়ে আসছে। আসলে পথ হারানো পথিকের অবস্থা যেমন হয়, বিএনপির অবস্থাও তেমন হয়েছে ৷ তারা কখন যে কী বলবে, কখন যে কী করবে, সেটা বলা মুশকিল।’ 

বিএনপির জাতীয় ঐক্যের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের গড়া জাতীয় ঐক্যের চেহারাটা আমরা গত নির্বাচনেও দেখেছি। তারপর সংলাপে এল, নির্বাচনে যাবে, নির্বাচনের সময় দেখা গেল তাদের ঐক্যের লেজেগোবরে অবস্থা। তাদের (বিএনপি) হয়ে আন্দোলনের নেতা কে? নির্বাচনে জিতলে তাদের প্রধানমন্ত্রী কে হবে?’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত