নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ হেরে যাবে এই ভয়ে এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত ২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের ৫১তম বছর ও ‘বাঙালির তৃতীয় জাগরণের মাইলফলক’ শীর্ষক এক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘নৌকা ডুবে যাবে সে জন্যই আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার আশঙ্কা প্রকাশ করেছেন। তারপরেও ভয় তারা দেশ ছেড়ে কোথায় যাবেন। ভারতের দরজা ও তাদের জন্য খোলা থাকবে না। আমি কিন্তু তা চাই না, আমি চাই আমরা সবাই শান্তিতে এ দেশেই থাকব।’
জাফরুল্লাহ বলেন, ‘২ রা মার্চ এর ইতিহাসকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হয় না। ২ রা মার্চকে স্বীকার না করলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়। খণ্ডিত ইতিহাস লিখে, বলে বঙ্গবন্ধুকে আরও ছোট করা হচ্ছে। আমি এক বছর ধরে বলছি যে অন্তত দুই বছরের জন্য হলেও জাতীয় সরকার প্রয়োজন। এই দেশে কোন ক্রমে সুষ্ঠু নির্বাচন হবে না।’
আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘২ রা মার্চ একটা ইতিহাস। কিন্তু এই সরকার প্রতারক, ভণ্ড ও ভোট চোর সরকার। এরা সকল ইতিহাস গিলে খাওয়ার চেষ্টা করছে। এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বললেন তাঁর ওপর কোন রাজনৈতিক চাপ নেই। তাতে বোঝা যায় তাকে যেভাবে বলা হবে সেভাবেই তিনি নির্বাচন করবেন। আমরা এই নির্বাচন কমিশন মানি না। আওয়ামী লীগ প্রচলিত ৭২ সালের রাজনৈতিক বন্দোবস্ত আর এই দেশে চলবে না।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বললেন এইবার দিনের ভোট রাতে হবে না। অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন দিনের ভোট রাতে হয়েছে। এবার আর এমন হতে দেওয়া হবে না। সরকার এখন গাছের পাতা পড়ার শব্দেও ভয় পাচ্ছে।’
আলোচনায় সভায় সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘এই সরকার দেশ, মুক্তিযুদ্ধ, পতাকা সব খেয়ে ফেলছে। আমি ২ রা মার্চ নিয়ে একটা কথাও বলব না। মুক্তিযুদ্ধকে পারিবারিক ও দলীয় সম্পত্তি বানিয়ে ফেলেছে তারা। ভাসানী, তাজউদ্দীন, সিরাজুল আলম খান, কাদের সিদ্দিকীর নাম কোথাও উচ্চারিত হয় না। এই সরকারের অধীনে আর কোন নির্বাচন করব না।’
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ প্রমুখ।
সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ হেরে যাবে এই ভয়ে এই সরকার সুষ্ঠু নির্বাচন করতে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-জেএসডি আয়োজিত ২ মার্চ ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের ৫১তম বছর ও ‘বাঙালির তৃতীয় জাগরণের মাইলফলক’ শীর্ষক এক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘নৌকা ডুবে যাবে সে জন্যই আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিতে চায় না। ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার আশঙ্কা প্রকাশ করেছেন। তারপরেও ভয় তারা দেশ ছেড়ে কোথায় যাবেন। ভারতের দরজা ও তাদের জন্য খোলা থাকবে না। আমি কিন্তু তা চাই না, আমি চাই আমরা সবাই শান্তিতে এ দেশেই থাকব।’
জাফরুল্লাহ বলেন, ‘২ রা মার্চ এর ইতিহাসকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস হয় না। ২ রা মার্চকে স্বীকার না করলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়। খণ্ডিত ইতিহাস লিখে, বলে বঙ্গবন্ধুকে আরও ছোট করা হচ্ছে। আমি এক বছর ধরে বলছি যে অন্তত দুই বছরের জন্য হলেও জাতীয় সরকার প্রয়োজন। এই দেশে কোন ক্রমে সুষ্ঠু নির্বাচন হবে না।’
আলোচনা সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘২ রা মার্চ একটা ইতিহাস। কিন্তু এই সরকার প্রতারক, ভণ্ড ও ভোট চোর সরকার। এরা সকল ইতিহাস গিলে খাওয়ার চেষ্টা করছে। এই সরকারের অধীনে কোন নির্বাচন নয়। আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন হবে।’
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বললেন তাঁর ওপর কোন রাজনৈতিক চাপ নেই। তাতে বোঝা যায় তাকে যেভাবে বলা হবে সেভাবেই তিনি নির্বাচন করবেন। আমরা এই নির্বাচন কমিশন মানি না। আওয়ামী লীগ প্রচলিত ৭২ সালের রাজনৈতিক বন্দোবস্ত আর এই দেশে চলবে না।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বললেন এইবার দিনের ভোট রাতে হবে না। অর্থাৎ তিনি স্বীকার করে নিয়েছেন দিনের ভোট রাতে হয়েছে। এবার আর এমন হতে দেওয়া হবে না। সরকার এখন গাছের পাতা পড়ার শব্দেও ভয় পাচ্ছে।’
আলোচনায় সভায় সভাপতির বক্তব্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘এই সরকার দেশ, মুক্তিযুদ্ধ, পতাকা সব খেয়ে ফেলছে। আমি ২ রা মার্চ নিয়ে একটা কথাও বলব না। মুক্তিযুদ্ধকে পারিবারিক ও দলীয় সম্পত্তি বানিয়ে ফেলেছে তারা। ভাসানী, তাজউদ্দীন, সিরাজুল আলম খান, কাদের সিদ্দিকীর নাম কোথাও উচ্চারিত হয় না। এই সরকারের অধীনে আর কোন নির্বাচন করব না।’
সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টু, সুব্রত চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ প্রমুখ।
তিনি বলেন, ‘বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতি করতে গিয়ে বিতাড়িত ফ্যাসিবাদী সরকার দেশকে একটি তাঁবেদারি রাষ্ট্রে, একটি বিশাল বড় জেলখানায় পরিণত করেছিল। বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও যাঁরা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, যাঁরা এ চিন্তা থেকে বিএনপির বিজয়...
১ ঘণ্টা আগেজামায়াতের এ নেতা বলেন, ‘জুলাই বিপ্লবের পরে মানুষের মধ্যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। মানুষ আসলে আগামী দিনের জন্য একটা সুন্দর পলিটিক্যাল সিস্টেম চায়। সেই জায়গা থেকে আমরা মনে করি, বাংলাদেশের মানুষ এখন পিআরের পক্ষে মত দিচ্ছে। আমরা চাই, সবাই যেন বেস্ট পলিসিটা গ্রহণ করে নেয়। এতে দেশের মঙ্গল।’
২ ঘণ্টা আগেনাশকতার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানায় করা এক মামলা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৬৫ নেতা-কর্মীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন অব্যাহতির এই আদেশ দেন।
৪ ঘণ্টা আগেএনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–মালয়েশিয়া চ্যাপ্টারের আমন্ত্রণে আগামীকাল শুক্রবার (২২ আগস্ট) মালয়েশিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ২৪ আগস্ট পর্যন্ত তিনি মালয়েশিয়ায় অবস্থান করবেন। এনসিপির মিডিয়া সেল আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে