নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার বিতরণের পার্টি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতারি ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতারসামগ্রী বিতরণ করে। তাঁরা ইফতারি খাওয়ার পার্টি করে আর আমরা ইফতারি দেওয়ার পার্টি করি। এটাই বিএনপি ও আওয়ামী লীগের মাঝে পার্থক্য। সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা সারা ঢাকা শহরে ছড়িয়ে দিতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৪১ ভাগেরও বেশি ভোট দিয়ে মানুষ শেখ হাসিনাকে জয়ী করেছে। যেটা অনেক উন্নত দেশেও পরে না। এর পরেও বলবে ইন্ডিয়া নিয়ে এসেছে। ইন্ডিয়া কোথায়? আমাদের দেশের মানুষ ভোট দিয়েছে। ইন্ডিয়াসহ যেসব বন্ধুদেশ আছে, তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি, তাঁরা আমাদের ভোট বানচালের ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে।’
দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নিয়ে মানুষের মাঝে প্রশ্ন আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যদিও এখন কিছু কিছু পণ্যের দাম কমে যাচ্ছে। পেঁয়াজ ৩০ টাকার মধ্যে নেমে এসেছে। দাম আরও কমবে এবং সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আসবে।
ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না, তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে, আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনত আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে—সেটা হচ্ছে ভারতবিরোধিতার ইস্যু।’
অবাক করা এক দল বিএনপি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এক নেতা বলে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনারা সহযোগিতা করেছেন। আরেকজন বলে ভারতীয় পণ্য বর্জন করুন। এখন এই দলের নেতায় নেতায় মতের কোনো মিল নেই। মঈন খান বলে এক কথা, রিজভী বলে আরেক কথা। আবার সিঙ্গাপুর থেকে ফখরুল সাহেব বলেন আরেক কথা।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রমুখ। ইফতার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
বিএনপি ইফতার খাওয়ার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতার বিতরণের পার্টি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতারি ও ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি ইফতার পার্টি করে আর আওয়ামী লীগ ইফতারসামগ্রী বিতরণ করে। তাঁরা ইফতারি খাওয়ার পার্টি করে আর আমরা ইফতারি দেওয়ার পার্টি করি। এটাই বিএনপি ও আওয়ামী লীগের মাঝে পার্থক্য। সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেটা সারা ঢাকা শহরে ছড়িয়ে দিতে হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘৪১ ভাগেরও বেশি ভোট দিয়ে মানুষ শেখ হাসিনাকে জয়ী করেছে। যেটা অনেক উন্নত দেশেও পরে না। এর পরেও বলবে ইন্ডিয়া নিয়ে এসেছে। ইন্ডিয়া কোথায়? আমাদের দেশের মানুষ ভোট দিয়েছে। ইন্ডিয়াসহ যেসব বন্ধুদেশ আছে, তারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেনি, তাঁরা আমাদের ভোট বানচালের ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আমাদের পাশে দাঁড়িয়েছে।’
দ্রব্যমূল্য বেড়ে যাওয়া নিয়ে মানুষের মাঝে প্রশ্ন আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যদিও এখন কিছু কিছু পণ্যের দাম কমে যাচ্ছে। পেঁয়াজ ৩০ টাকার মধ্যে নেমে এসেছে। দাম আরও কমবে এবং সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে আসবে।
ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তান আমল থেকে যে অপপ্রচার শুনেছি, কোনো রাজনৈতিক ইস্যু যখন থাকে না, তখন একটাই ইস্যু আওয়ামী লীগের বিরুদ্ধে নিয়ে আসে, আগে বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনত আর এখন শেখ হাসিনার বিরুদ্ধে আনে—সেটা হচ্ছে ভারতবিরোধিতার ইস্যু।’
অবাক করা এক দল বিএনপি মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এক নেতা বলে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আপনারা সহযোগিতা করেছেন। আরেকজন বলে ভারতীয় পণ্য বর্জন করুন। এখন এই দলের নেতায় নেতায় মতের কোনো মিল নেই। মঈন খান বলে এক কথা, রিজভী বলে আরেক কথা। আবার সিঙ্গাপুর থেকে ফখরুল সাহেব বলেন আরেক কথা।’
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রমুখ। ইফতার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুন।
আওয়ামী লীগের নেতা-কর্মী দেখলেই তাঁদের ধরে পুলিশে সোপর্দ করতে বলেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। আজ শুক্রবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এনসিপি ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।
১৩ মিনিট আগেনারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, হেফাজত নেতাদের নামে থাকা সব মামলা প্রত্যাহারসহ কয়েকটি দাবি পূরণ না হলে সারা দেশ অচল করার হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি জুনায়েদ আল হাবীব।
১ ঘণ্টা আগেআওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সারা দেশে ফ্যাসিবাদবিরোধী মঞ্চ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি দলটির তৃণমূলের নেতা–কর্মীদের এই আহ্বান জানান।
২ ঘণ্টা আগেআওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সারা দেশে ফ্যাসিবাদবিরোধী মঞ্চ গড়ে তোলার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ফ্যাসিবাদবিরোধী মঞ্চ বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা করে ছাড়বে। আওয়ামী লীগের প্রশ্ন অমীমাংসিত রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।
২ ঘণ্টা আগে