Ajker Patrika

সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অপেক্ষায় আছি: মুজিবুল হক চুন্নু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৮: ৫৮
সুষ্ঠু নির্বাচনী পরিবেশের অপেক্ষায় আছি: মুজিবুল হক চুন্নু 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে সংশয়ের কথা জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘নির্বাচনের পরিবেশ সুষ্ঠু হবে, সে ব্যাপারে পুরোপুরি আস্থা আমাদের এখনো আসেনি। কিন্তু আমরা আশ্বাস পেয়েছি। নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে সুষ্ঠু পরিবেশের। পরিবেশ সুষ্ঠু হওয়ার অপেক্ষায় আছি।’ 

আজ রোববার রাজধানীর বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন চুন্নু। তিনি বলেন, ‘আমরা একটা জিনিস চাই, নির্বাচন ভালো পরিবেশে হোক। সুষ্ঠু পরিবেশে হোক। নির্বাচনে ভোটার আসবে এ রকম আস্থার অবস্থা সৃষ্টি করতে হবে। ভোটার এলে ভোট দিতে পারবে এ রকম একটা বিশ্বাসযোগ্য অবস্থার সৃষ্টি হোক, নির্বাচন কমিশনের কাছে এটা আমার প্রথম এবং শেষ কামনা।’ 

ক্ষমতাসীনদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এক প্রশ্নের জবাবে জাপার মহাসচিব বলেন, ‘কারও সঙ্গে আলোচনা বা দর-কষাকষিতে আমরা আর নেই। আমরা বলেছিলাম ৩০০ আসনে মনোনয়ন দেব, তাই দিয়েছি। কয়েকটা হয়তো দিতে পারিনি। আমরা আমাদের নিজেদের শক্তিতে নির্বাচন করতে চাই। কারও সঙ্গে সমন্বয় বা যোগাযোগ আমাদের হয়নি, আমাদের ইচ্ছাও নেই।’ 

ঘরোয়া কোন্দলের বিষয়ে চুন্নু বলেন, ‘মান-অভিমান আগেও ছিল না। এখনো নেই। জাতীয় পার্টিতে মান-অভিমান নেই। জাতীয় পার্টির বাইরে বহিষ্কৃতদের ভেতরে মান-অভিমান থাকতেই পারে। সেটা তাদের বিষয়। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে যে দল, সাংগঠনিক কাঠামো আছে সেখানে মান-অভিমান দেখি না। নির্বাচনে আমাদের ফরম বিক্রি হয়েছে এক হাজার ৮০০। সবাইকে দিতে পারিনি, ২৯৬টি (মনোনয়ন) দিয়েছি। এর মধ্যে যারা পায়নি, তাদের মান-অভিমান আছে। আমাকে অনেকে বলেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত