নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে মারতে চাওয়া হয়নি—ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের এমন দাবিকে ‘মিথ্যা’ বলেছেন গয়েশ্বর নিজেই।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে কীভাবে রাস্তায় ফেলে পিটিয়েছে। আমি শুনলাম টেলিভিশনে ডিবির প্রধান একটা চ্যানেলে এসেছিলেন। তিনি বলেছেন, উনাকে মারতে চাওয়া হয়নি, পড়ে গেছে, ধাক্কাটাক্কায় পড়তে পারে।’
সংবাদ সম্মেলনে ডিবির প্রধানের এই দাবিকে নাকচ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘তিনি হারুন-অর রশীদ টেলিভিশনে বলেছেন, আমি পড়ে গিয়েছিলাম। আমার মাথার আঘাত এখনো যায়নি। প্রথমে পুলিশের পক্ষ থেকে ছোড়া ইটে আমার আঘাত লাগে। মাথায় হাত দিয়ে দেখি রক্ত ঝরছে। তখনো আমি দাঁড়িয়ে আছি। কাছে থেকে আমাকে যখন হাঁটুর নিচের দিকে লাঠি দিয়ে আঘাত করল, তখন আমি পড়ে গেছি। আমি তো বাতাসে পড়ে যাওয়ার মতো লোক না।’
গত শনিবার ঢাকার ধোলাইখালে অবস্থান কর্মসূচি পালনের সময় গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হলে তাঁদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরকে আটক করা হয়। এর মধ্যেই ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের সঙ্গে গয়েশ্বরের মধ্যাহ্নভোজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আপ্যায়নের বিষয়ে গয়েশ্বর বলেন, ‘পরে দেখলেন না সোনারগাঁও হোটেলের কত খাবার। সরকার একটা অপরাধ করার পরে সেটা ঢাকতে হাজারো রকমের মিথ্যার আশ্রয় নেয়। মিথ্যা মিথ্যাই থেকে যায়। এটাই মূল কথা আমার।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে মারতে চাওয়া হয়নি—ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের এমন দাবিকে ‘মিথ্যা’ বলেছেন গয়েশ্বর নিজেই।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে কীভাবে রাস্তায় ফেলে পিটিয়েছে। আমি শুনলাম টেলিভিশনে ডিবির প্রধান একটা চ্যানেলে এসেছিলেন। তিনি বলেছেন, উনাকে মারতে চাওয়া হয়নি, পড়ে গেছে, ধাক্কাটাক্কায় পড়তে পারে।’
সংবাদ সম্মেলনে ডিবির প্রধানের এই দাবিকে নাকচ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘তিনি হারুন-অর রশীদ টেলিভিশনে বলেছেন, আমি পড়ে গিয়েছিলাম। আমার মাথার আঘাত এখনো যায়নি। প্রথমে পুলিশের পক্ষ থেকে ছোড়া ইটে আমার আঘাত লাগে। মাথায় হাত দিয়ে দেখি রক্ত ঝরছে। তখনো আমি দাঁড়িয়ে আছি। কাছে থেকে আমাকে যখন হাঁটুর নিচের দিকে লাঠি দিয়ে আঘাত করল, তখন আমি পড়ে গেছি। আমি তো বাতাসে পড়ে যাওয়ার মতো লোক না।’
গত শনিবার ঢাকার ধোলাইখালে অবস্থান কর্মসূচি পালনের সময় গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হলে তাঁদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের। সে সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরকে আটক করা হয়। এর মধ্যেই ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের সঙ্গে গয়েশ্বরের মধ্যাহ্নভোজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
আপ্যায়নের বিষয়ে গয়েশ্বর বলেন, ‘পরে দেখলেন না সোনারগাঁও হোটেলের কত খাবার। সরকার একটা অপরাধ করার পরে সেটা ঢাকতে হাজারো রকমের মিথ্যার আশ্রয় নেয়। মিথ্যা মিথ্যাই থেকে যায়। এটাই মূল কথা আমার।’
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
১৪ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
১৫ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
১৬ ঘণ্টা আগেকমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, ‘দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন, সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।’
১৬ ঘণ্টা আগে