Ajker Patrika

বিএনপির গণ-অনশনে সমমনাদের একাত্মতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২০ নভেম্বর ২০২১, ১৩: ৫৫
বিএনপির গণ-অনশনে সমমনাদের একাত্মতা

খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে বিএনপির গণ-অনশনে একাত্মতা জানিয়েছে ২০ দলীয় জোট ও সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। গণ-অনশনে অংশ নিয়ে দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।

পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশন কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। 

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর মুক্তি এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করতে হবে। এজন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে। 

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের কাছে দাবি জানিয়ে কোনো লাভ হবে না। সরকারের গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে। তিনি বলেন, এই কর্মসূচি শেষ কর্মসূচি নয়। যত দিন না সরকার চাপে পড়ছে, এই ধারা অব্যাহত থাকবে। 

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, 'আপনি যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেন, তাহলে বাংলাদেশের রাজনীতি এক দিকে যাবে। আর যদি সুযোগ না দেন, তাহলে অন্য দিকে যাবে। তখন কোনোভাবেই সেই অবস্থা নিয়ন্ত্রণ করতে পারবেন না।' 

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশের বাইরে চিকিৎসার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী গণ-অনশন শুরু করে বিএনপি। শনিবার সারা দেশের ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ মিলল মেঘনায়, শোকাহত আজকের পত্রিকা

‘সামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে, অনেক বিষয় আমি জানি’

কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গুলি, নিহত ১

‘মব’ সৃষ্টি করে ৩ কিশোরকে সেতুর সঙ্গে বেঁধে রাতভর পিটুনি, নিহত ১

সনদ জালিয়াতি: ব্যাংকের চাকরি যাওয়া জাহাঙ্গীরের স্কুল সভাপতির পদও গেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত