নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে বিএনপির গণ-অনশনে একাত্মতা জানিয়েছে ২০ দলীয় জোট ও সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। গণ-অনশনে অংশ নিয়ে দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশন কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর মুক্তি এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করতে হবে। এজন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের কাছে দাবি জানিয়ে কোনো লাভ হবে না। সরকারের গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে। তিনি বলেন, এই কর্মসূচি শেষ কর্মসূচি নয়। যত দিন না সরকার চাপে পড়ছে, এই ধারা অব্যাহত থাকবে।
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, 'আপনি যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেন, তাহলে বাংলাদেশের রাজনীতি এক দিকে যাবে। আর যদি সুযোগ না দেন, তাহলে অন্য দিকে যাবে। তখন কোনোভাবেই সেই অবস্থা নিয়ন্ত্রণ করতে পারবেন না।'
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশের বাইরে চিকিৎসার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী গণ-অনশন শুরু করে বিএনপি। শনিবার সারা দেশের ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন।
খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে বিএনপির গণ-অনশনে একাত্মতা জানিয়েছে ২০ দলীয় জোট ও সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। গণ-অনশনে অংশ নিয়ে দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
পূর্বঘোষণা অনুযায়ী শনিবার সকাল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ-অনশন কর্মসূচি শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেন, খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। তাঁর মুক্তি এবং বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে সরকারকে বাধ্য করতে হবে। এজন্য ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, এই সরকারের কাছে দাবি জানিয়ে কোনো লাভ হবে না। সরকারের গলায় গামছা দিয়ে দাবি আদায় করতে হবে। তিনি বলেন, এই কর্মসূচি শেষ কর্মসূচি নয়। যত দিন না সরকার চাপে পড়ছে, এই ধারা অব্যাহত থাকবে।
খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, 'আপনি যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার সুযোগ দেন, তাহলে বাংলাদেশের রাজনীতি এক দিকে যাবে। আর যদি সুযোগ না দেন, তাহলে অন্য দিকে যাবে। তখন কোনোভাবেই সেই অবস্থা নিয়ন্ত্রণ করতে পারবেন না।'
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং দেশের বাইরে চিকিৎসার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী গণ-অনশন শুরু করে বিএনপি। শনিবার সারা দেশের ঘোষিত এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় কেন্দ্রীয়ভাবে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা এতে অংশ নিয়েছেন।
প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় পর্বে উপস্থিত প্রতিনিধিদের সম্মতিতে মোসলেহ উদ্দিন বিজয়কে সভাপতি এবং নাবিলা সুলতানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি (২০২৫-২৬) গঠন করা হয়।
১৬ ঘণ্টা আগেনেতা-কর্মীদের উদ্দেশে বাবর বলেন, ‘দলকে যাঁরা ভালোবাসেন, দলকে যাঁরা পছন্দ করেন, দলের আদর্শ যাঁরা ধারণ করেন, তাঁদের দলের নির্দেশনা মেনে চলতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে, আপনাদের তা মানতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, অনেক কঠিন পথ আমাদের অতিক্রম করতে হবে।
১৭ ঘণ্টা আগেগুম-খুনের শিকার পরিবারগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘গুমের শিকার হওয়া লোকদের সন্তানেরা বড় হয়েছে। কিন্তু তাদের ফিরে পাইনি। আশা ছিল, অভ্যুত্থানের পর গুম হওয়া ব্যক্তিদের খোঁজ পাব; কিন্তু এখনো কিছুই হয়নি।
১৭ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়ায় পৌঁছেছেন। শুক্রবার বিকেলে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানানো হয়।
১৮ ঘণ্টা আগে