নিজস্ব প্রতিবেদক ঢাকা
অপরাধী যতই প্রভাবশালী বা ক্ষমতাধর হোক না কেন, তাঁরা সরকারের সমর্থন পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
আজ বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সালমান এফ রহমান বলেন, ‘কেউ আইন ভঙ্গ করলে আইন তার নিজ গতিতে চলবে। সে যতই প্রভাবশালী হোক না কেন, সরকার তাকে সাপোর্ট দেবে না। তাকে শাস্তি পেতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘এমপি আনারের হত্যাকাণ্ডের ঘটনায় আমরা খুব শোকাহত হয়েছি। এ ঘটনায় তদন্ত না হওয়া পর্যন্ত এটা নিয়ে এখনই আমাদের মন্তব্য করা ঠিক হবে না।’
কলকারখানা ভবনের নিরাপত্তা নিয়ে সালমান বলেন, তিনটি ভাগে কলকারখানা পরিদর্শন করা হয়েছে। প্রথম দফায় পাঁচ হাজার কলকারখানা পরিদর্শন শেষে তাদের সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ বাস্তবায়ন করেছে। ৪ শতাংশ কলকারখানা বন্ধ করা হয়েছে।
দ্বিতীয় দফায় পাঁচ হাজার কলকারখানা পরিদর্শন করা হয়েছে এবং তৃতীয় দফায় ১৬টি জেলায় পরিদর্শন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে। বিডায় ওয়ান স্টপ সার্ভিস চালু হওয়ায় ১৬টি প্রতিষ্ঠান থেকে বিডার সমন্বয়ে অনুমতি পাওয়া যাবে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রীসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অপরাধী যতই প্রভাবশালী বা ক্ষমতাধর হোক না কেন, তাঁরা সরকারের সমর্থন পাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
আজ বুধবার সচিবালয়ে এক বৈঠক শেষে সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সালমান এফ রহমান বলেন, ‘কেউ আইন ভঙ্গ করলে আইন তার নিজ গতিতে চলবে। সে যতই প্রভাবশালী হোক না কেন, সরকার তাকে সাপোর্ট দেবে না। তাকে শাস্তি পেতে হবে।’
উপদেষ্টা বলেন, ‘এমপি আনারের হত্যাকাণ্ডের ঘটনায় আমরা খুব শোকাহত হয়েছি। এ ঘটনায় তদন্ত না হওয়া পর্যন্ত এটা নিয়ে এখনই আমাদের মন্তব্য করা ঠিক হবে না।’
কলকারখানা ভবনের নিরাপত্তা নিয়ে সালমান বলেন, তিনটি ভাগে কলকারখানা পরিদর্শন করা হয়েছে। প্রথম দফায় পাঁচ হাজার কলকারখানা পরিদর্শন শেষে তাদের সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ বাস্তবায়ন করেছে। ৪ শতাংশ কলকারখানা বন্ধ করা হয়েছে।
দ্বিতীয় দফায় পাঁচ হাজার কলকারখানা পরিদর্শন করা হয়েছে এবং তৃতীয় দফায় ১৬টি জেলায় পরিদর্শন করা হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে। বিডায় ওয়ান স্টপ সার্ভিস চালু হওয়ায় ১৬টি প্রতিষ্ঠান থেকে বিডার সমন্বয়ে অনুমতি পাওয়া যাবে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, শিল্পমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রীসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংস্কার কতটুকু হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, সংস্কারকে অনিশ্চয়তার মুখে ফেলা হচ্ছে। সে জায়গায় আমরা মৌলিক সংস্কারের রূপরেখা ঐক্যমত কমিশনে জমা দিয়েছি। বাংলাদেশ রাষ্ট্রটিকে ফ্যাসিবাদী...
৭ ঘণ্টা আগেহাসপাতালে চিকিৎসাধীন মা সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে সাক্ষাৎ শেষে ধানমন্ডিতে বাবার বাড়িতে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। ১৭ বছর পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ধানমন্ডির ৫ নম্বর সড়কে অবস্থিত ‘মাহবুব ভবন’-এ প্রবেশ করেন তিনি।
৮ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ গ্রহণযোগ্য নিষ্পত্তি হয়নি বলে জানিয়েছেন ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির অন্যতম সদস্য ও মানবাধিকারকর্মী ড. শহিদুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
১১ ঘণ্টা আগেচিত্রা পরিবহন লিমিটেড নামক একটি বাস কোম্পানির অংশীদারিত্ব ও রুট পারমিট আদায়ের অভিযোগের প্রেক্ষিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদের সকল সাংগঠনিক পদ স্থগিত করেছে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
১১ ঘণ্টা আগে