Ajker Patrika

আগামী নির্বাচন আগের দুই নির্বাচনকে ছাড়িয়ে যাবে:  জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী নির্বাচন আগের দুই নির্বাচনকে ছাড়িয়ে যাবে:  জাফরুল্লাহ চৌধুরী

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। নির্বাচনের আগে জাতীয় সরকার গঠন করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে বলেও মত দেন তিনি। 

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত ‘মার্কিন নিষেধাজ্ঞা ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলে ডা. জাফরুল্লাহ চৌধুরী। 

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আগামী নির্বাচনটা ওই যে পূর্ববর্তী দুই নির্বাচন আছে, তাকেও ছাড়িয়ে যাবে। জাতীয় সরকার হলে একটাই পথ আছে—হাসিনাকে পদত্যাগ করে আসতে হবে। কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধিও তো থাকবে জাতীয় সরকারে। সুতরাং ওনার ভয়টা একটু কম। তা ছাড়া আমি বিভিন্ন সময় বলেছি, উনি যেভাবে খালেদা জিয়ার প্রতি অন্যায় করেছেন সেইরূপ অন্যায় যদি ওনার প্রতি করা হয়, তার জন্য যদি রাস্তায় নামতে হয়, আমি কিন্তু রাস্তায় ওনার পক্ষেই থাকব। আমি বিএনপিকে আহ্বান করব রাস্তায় নামেন, ভালো কথা, তবে গণতান্ত্রিক সরকার নির্বাচন করতে হলে সবাইকে নিয়ে রাস্তায় নামেন। আপনারা একা একা সব জয় করতে পারবেন না।’ 

আলোচনায় সভায় গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘মানবাধিকার সংস্থাগুলোর দোষ দিয়ে লাভ নেই। দেশে এত দিন যা ঘটেছে তারা সেগুলোই সবার কাছে তুলে ধরেছে। দেশের সরকারই এর জন্য দায়ী। সরকার শুধু র‍্যাবের মানসম্মান নষ্ট করেনি বরং শান্তি মিশনে এই সব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভবিষ্যৎ নষ্ট করেছে। নিষেধাজ্ঞার পর থেকে দেশে গুম এবং হত্যা বন্ধ হয়েছে। প্রতি মাসে গড়ে ২৫ জন মানুষ গুম ও হত্যার শিকার হতো। তারা ওই নিষেধাজ্ঞার কারণে রক্ষা পেয়েছে। এই জন্য আমি আমেরিকাকে ধন্যবাদ জানাই।’ 

আলোচনা সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘আমেরিকা মানে শুধু আমেরিকা না, তাদের বড় প্রভাব বলয় আছে। আজকে যদি শান্তিরক্ষা মিশনেও নিষেধাজ্ঞা আসে তাহলে আমরা দেশ আয় থেকে বঞ্চিত হবে। পশ্চিমা দেশে যদি আমাদের রপ্তানি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের পোশাক খাতের মুখ থুবড়ে পড়বে। আমরা এসব বিষয় নিয়ে উদ্বিগ্ন। পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈরাচার শাসক ছিল কিন্তু কেউ এইরকম ভোটের আগের রাতে ভোট চুরি করেনি।’ 

আলোচনা সভায় অন্যদের মধ্যে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আবদুর রহমান, রাষ্ট্রচিন্তার দিদারুল হক ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত