Ajker Patrika

দেশের ভালো কাজের ৭০ ভাগই করেছে বিএনপি: তারেক রহমান

গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা
গাইবান্ধায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, ‘দেশের জন্য, মানুষের জন্য কেউ বা কোন দল ভালো কিছু করতে চাইলে সেটির প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে। দেশে যত ভালো কাজ হয়েছে, তার ৭০ ভাগই বিএনপি করছে।’ আজ মঙ্গলবার বিকেলে গাইবান্ধায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়াল যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমাদের অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যেটি আমি গত আট মাস আগেই বলেছিলাম। অনেক অদৃশ্য শক্তি ও ক্ষমতা আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে।’ এ সময় যেসব নেতা-কর্মীর কাজকর্ম সাধারণ মানুষ সমর্থন করে না, তাঁদের দল থেকে তাড়িয়ে দেওয়া নির্দেশ দেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী এমন একটি দল, যার ধারাবাহিক ও ঐতিহ্য আছে। কোটি কোটি মানুষ এই দলটির প্রতি আস্থা ও ভরসা রাখে। এই আস্থা ও ভরসা রাখার কারণেই বহু মানুষকে স্বৈরাচারের অত্যাচার ও জেল, জুলুম, নির্যাতন সহ্য করতে হয়েছে। তারপরও বিএনপিকে টিকে রাখতে তাঁরা ঝান্ডা হয়ে দাঁড়িয়ে ছিলেন। আমরা এমন সময় ৩১ দফা ঘোষণা করছি। যখন কেউ স্বৈরাচারে বিরুদ্ধে কথা বলার সাহস পেত না। আমরা সেই স্বৈরাচারের রক্ত চক্ষু অপেক্ষা করে তত্ত্বাবধায়ক সরকারের দাবি তুলছিলাম। এখন যদি আমরা নিজেরা ঐক্যবদ্ধ না হই, তাহলের ৩১ দফা বাস্তবায়ন হবে না। ৩১ দফা বাস্তবায়ন না হলে গত ১৫ বছরের অত্যাচার, জুলুম নির্যাতন সবকিছু বৃথা হয়ে যাবে।’

এর আগে আজ বেলা ১১টার দিকে জেলা ইনডোর স্টেডিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। কর্মশালায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক। এতে অন্যদের মধ্য বক্তব্য দেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির মিডিয়া সেলের সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত