Ajker Patrika

গণটিকার নামে গণপ্রতারণা শুরু হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণটিকার নামে গণপ্রতারণা শুরু হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, `পর্যাপ্ত টিকা সংগ্রহ না করেই গণটিকার নামে গণ প্রতারণা শুরু হয়েছে। চরম অব্যবস্থাপনা ও দলীয়করণের কারণে লোক দেখানো গণটিকার অভিযান গণ সংক্রমণ অভিযানে পরিণত হয়েছে।' 

আজ রোববার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে করোনার সুরক্ষা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ওষুধ, মাস্ক ও লিফলেট হস্তান্তর করে। 

অনুষ্ঠানে গতকাল শনিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত তুলে ধরে ফখরুল জানান, সারা দেশে গণটিকার নামে গণতামাশা শুরু করেছে। প্রতিটি পদক্ষেপে মনে হয়েছে টিকা দেওয়ার ক্ষেত্রে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো রোডম্যাপ সরকার জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি। এ অবস্থায় টিকা দেওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট রোডম্যাপ উপস্থাপনের জন্য সরকারকে আহ্বান জানান তিনি। 

গণটিকা কর্মসূচিতে দলীয় লোকদের সম্পৃক্ত করার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, `জনগণের কাছে এই সরকারের জবাবদিহি না থাকায় ও দুর্নীতিগ্রস্ত হওয়ায় একদিকে দরিদ্রের সংখ্যা বেড়েছে, অন্যদিকে সরকারের লোকজন লুটপাটের রাজত্ব কায়েম করেছে।' 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সরকার করোনার টিকায় ভাগ বসাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘দলের লোকজনদের টিকা দেওয়ার কাজে সম্পৃক্ত করা হয়েছে। তারা সেখানে ভাগ বসাচ্ছেন, টোকেন দিয়ে, সেই টোকেনে তাঁরা পয়সা নেয়। তাঁরা রেজিস্ট্রেশনের পয়সা নিচ্ছে। সব জায়গায় তাঁরা বাণিজ্য করে। এখানেও তারা বাণিজ্য শুরু করেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত