Ajker Patrika

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

আজকের পত্রিকা ডেস্ক­
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠক

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সঙ্গে বৈঠক করেছেন গণঅধিকার পরিষদের নেতারা। আজ সোমবার বেলা দেড়টার দিকে পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানসহ পাঁচ সদস্যদের প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে কমিশনারের সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে নুরুল হক নুর সাংবাদিকদের বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে পতিত আওয়ামী লীগের অনেকেই দেশব্যাপী অপকর্ম করছে। নির্বাচন হয়ে গেলে সব সমস্যার সমাধান হবে, এমনটি নয়। বর্তমান সরকারের জনসমর্থন অনেক থাকলেও তারা তা কাজে লাগাতে পারেনি।

নুরুল হক বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক শীর্ষ সন্ত্রাসী জামিনে বের হয়ে আবারও রাজত্ব গড়ে তোলার চেষ্টা করছে। ডিএমপি পুরোপুরি সক্রিয় না হলে দেশের অবস্থা আরও খারাপ হবে। পতিত সরকারের অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে। তাদের গ্রেপ্তার না করতে পারলে তারাও সরকারকে বেকায়দায় ফেলতে পারে। বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে, এটা অনেকে প্রমাণ করতে চাচ্ছে। অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশি-বিদেশি এজেন্সি বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। এই বিদেশি অপতৎপরতা মোকাবিলায় পুলিশকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে ডিএমপি কমিশনার তাঁদের ডেকেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য কথা বলবেন ডিএমপি কমিশনার। এর অংশ হিসেবে সোমবার গণঅধিকার পরিষদ এসেছে। পর্যায়ক্রমে অন্য রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলবেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত