Ajker Patrika

আলালের বক্তব্য সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১২: ৫১
আলালের বক্তব্য সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়: শিক্ষামন্ত্রী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, তা কোনো  সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শনিবার রাজধানীর শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতা আলালের গ্রেপ্তার ও  বিচারের দাবিতে মানববন্ধন করেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা। সেখানে উপস্থিত হয়ে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, যিনি সততার জন্য বিশ্বের মর্যাদাপূর্ণ আসনে অধিষ্ঠিত হয়েছেন, তাঁকে নিয়ে এরকম ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

বিএনপি অপরাজনীতি করে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে অভিযোগ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যারা পুড়িয়ে মানুষ হত্যা করে, যারা নাশকতা করে, তাদের কখনো সুষ্ঠুধারার রাজনীতি চায় না। যারা স্বাধীনতাবিরোধীদের দোসর, তারা কখনো সুষ্ঠুধারার রাজনীতিক হতে পারে না। আলালের এই কুরুচিপূর্ণ বক্তব্যে সারা দেশ আজ ক্ষুব্ধ। আমি আশা করি আলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

দীপু মনি আরও বলেন, ‘আমি আশা করছি আমাদের শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে এখানে যেভাবে কর্মসূচি পালন করছে তারা শান্তিপূর্ণভাবে তা অব্যাহত রাখবে। আমরা কোনোভাবেই কারও অসুবিধা করে কর্মসূচি পালন করব না। কারণ বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত