Ajker Patrika

যুবদল নেতা মুন্নাকে তুলে নেওয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুবদল নেতা মুন্নাকে তুলে নেওয়ার অভিযোগ 

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। যুবদলের কেন্দ্রীয় কমিটির যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন এ অভিযোগ করেন।

আজ বুধবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির এক সভা থেকে বের হয়ে বাসায় যাওয়ার পথে মুন্নাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযো করেন গিয়াস উদ্দিন।

গিয়াস উদ্দিন অভিযোগ করে বলেন, শবে বরাত উপলক্ষে রোজা রাখায় বাসায় ইফতার করার জন্য যাচ্ছিলেন মুন্না। বিকেল ৫টার দিকে শহীদবাগের বাসার সামনে পৌঁছালে সাদা পোশাকের ডিবি পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়।

মুন্নাকে তুলে নিয়ে যাওয়ার খবর শুনে সভায় সভাপতির বক্তৃতায় তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে মুন্নার মুক্তি দাবি করেন তিনি। সরকারকে হুশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘গ্রেপ্তার করে কোনো লাভ হবে না। বেগম জিয়াকে বন্দী করে কোন লাভ হয়নি। মুন্নাকে গ্রেপ্তার করে, রিজভীকে আটক করে দেশের মানুষকে রুখে দেওয়া যাবে না। যারা অন্যায়-অত্যাচার, নির্যাতন করে, যারা মিথ্যার ওপর দাঁড়িয়ে ভয় দেখিয়ে, বন্দুক দেখিয়ে ক্ষমতায় জোর করে দখল করে থাকে, তারা যখন নির্যাতন শুরু করে, মানুষ তখন আরও জেগে ওঠে। কোনো ষড়যন্ত্র করে এ দেশের মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধ্বংস করা যাবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত