কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ মে থেকে ছয় দিনে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফরের শেষ দিকে আজ কলম্বো থেকে তাঁর ঢাকায় আসার কথা রয়েছে।
ডোনাল্ড লু দ্বিপক্ষীয় মূল বৈঠকটি করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ দুটি বৈঠকে সরকারকে রাজনৈতিক বার্তা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় কূটনীতিকেরা।
সরকারের বাইরে নাগরিক সমাজ ও শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেন এমন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে লু মতবিনিময় করবেন।
ডোনাল্ড লু তাঁর সফরে বাংলাদেশে চীনের ক্রমেই বাড়তে থাকা প্রভাব, দ্বিপক্ষীয় বাণিজ্য, মার্কিন বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, শ্রমমান, মানবাধিকার ও নাগরিক সমাজের কাজের পরিসরসহ বিভিন্ন বিষয় তুলবেন—এমনটাই মনে করছে কূটনৈতিক সূত্রগুলো।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মার্কিন সরকার ভিসানীতি কার্যকর করার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে গত জুলাই মাসে লু সর্বশেষ ঢাকা সফর করেন। এরপর শ্রমমান বিষয়েও শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা দেয় মার্কিনরা। এতে দুই সরকারের মধ্যকার সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়।
শেখ হাসিনা এবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাঁকে দেওয়া এক চিঠিতে নতুন সরকারের সঙ্গে কাজের সম্পর্ক চালিয়ে যাওয়ার ইচ্ছে ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
লুর সফর টানাপোড়েনের মধ্যেই কাজের সম্পর্ক চালিয়ে যাওয়ার উপায় খোঁজার চেষ্টা বলে মনে করছেন স্থানীয় কূটনীতিকেরা। এই চেষ্টার অংশ হিসেবে ঢাকায় রাষ্ট্রদূত বদলের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।
বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসকে ফিরিয়ে নেওয়া হচ্ছে ওয়াশিংটনে। রাষ্ট্রদূত পদে চীনে মার্কিন দূতাবাসের উপপ্রধান ডেভিড মিলকে আনা হচ্ছে ঢাকায়। ডেভিড মিল এর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে উপপ্রধানের দায়িত্ব পালন করে গেছেন।
মন্ত্রীদের কথায় ভিন্নতা
এদিকে ডোনাল্ড লুর সফর নিয়ে মন্ত্রীদের কথায় বেশ গরমিল দেখা যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ মনে করেন, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতেই আসছেন মার্কিন এই জুনিয়র মন্ত্রী। এই সুযোগে ২০২১ সালে র্যাবের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা, ভোটের আগে জারি হওয়া ভিসা নীতি প্রত্যাহার ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা চাইবে সরকার।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এমনটাই বললেন।
অন্যদিকে একই সফর নিয়ে একেক দিন একেক সময়ে একেক কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দলের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) কোন উদ্দেশ্য আছে, আমরা জানি না। কেউ এখানে এসে বিএনপিকে আবারও মদদ দেবে, চাঙা করবে, সেই পরিস্থিতি বোধ হয় এখন মোটেই নেই।’
লুর সফরকে কেন্দ্র করে বিএনপি হঠাৎ চাঙা হয়ে গেছে—এমন মন্তব্য করে কাদের গত রোববার বলেন, লু এসে সামনে কিছু করার অভিসন্ধি আছে কি না, সেটা বিএনপিই ভালো জানে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ মে থেকে ছয় দিনে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফরের শেষ দিকে আজ কলম্বো থেকে তাঁর ঢাকায় আসার কথা রয়েছে।
ডোনাল্ড লু দ্বিপক্ষীয় মূল বৈঠকটি করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ দুটি বৈঠকে সরকারকে রাজনৈতিক বার্তা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় কূটনীতিকেরা।
সরকারের বাইরে নাগরিক সমাজ ও শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেন এমন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে লু মতবিনিময় করবেন।
ডোনাল্ড লু তাঁর সফরে বাংলাদেশে চীনের ক্রমেই বাড়তে থাকা প্রভাব, দ্বিপক্ষীয় বাণিজ্য, মার্কিন বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, শ্রমমান, মানবাধিকার ও নাগরিক সমাজের কাজের পরিসরসহ বিভিন্ন বিষয় তুলবেন—এমনটাই মনে করছে কূটনৈতিক সূত্রগুলো।
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মার্কিন সরকার ভিসানীতি কার্যকর করার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে গত জুলাই মাসে লু সর্বশেষ ঢাকা সফর করেন। এরপর শ্রমমান বিষয়েও শক্ত অবস্থান নেওয়ার ঘোষণা দেয় মার্কিনরা। এতে দুই সরকারের মধ্যকার সম্পর্কে কিছুটা টানাপোড়েন দেখা দেয়।
শেখ হাসিনা এবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাঁকে দেওয়া এক চিঠিতে নতুন সরকারের সঙ্গে কাজের সম্পর্ক চালিয়ে যাওয়ার ইচ্ছে ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
লুর সফর টানাপোড়েনের মধ্যেই কাজের সম্পর্ক চালিয়ে যাওয়ার উপায় খোঁজার চেষ্টা বলে মনে করছেন স্থানীয় কূটনীতিকেরা। এই চেষ্টার অংশ হিসেবে ঢাকায় রাষ্ট্রদূত বদলের ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস।
বর্তমান রাষ্ট্রদূত পিটার হাসকে ফিরিয়ে নেওয়া হচ্ছে ওয়াশিংটনে। রাষ্ট্রদূত পদে চীনে মার্কিন দূতাবাসের উপপ্রধান ডেভিড মিলকে আনা হচ্ছে ঢাকায়। ডেভিড মিল এর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে উপপ্রধানের দায়িত্ব পালন করে গেছেন।
মন্ত্রীদের কথায় ভিন্নতা
এদিকে ডোনাল্ড লুর সফর নিয়ে মন্ত্রীদের কথায় বেশ গরমিল দেখা যাচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ মনে করেন, দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতেই আসছেন মার্কিন এই জুনিয়র মন্ত্রী। এই সুযোগে ২০২১ সালে র্যাবের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা, ভোটের আগে জারি হওয়া ভিসা নীতি প্রত্যাহার ও রোহিঙ্গা সমস্যা সমাধানে সহযোগিতা চাইবে সরকার।
গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এমনটাই বললেন।
অন্যদিকে একই সফর নিয়ে একেক দিন একেক সময়ে একেক কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দলের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) কোন উদ্দেশ্য আছে, আমরা জানি না। কেউ এখানে এসে বিএনপিকে আবারও মদদ দেবে, চাঙা করবে, সেই পরিস্থিতি বোধ হয় এখন মোটেই নেই।’
লুর সফরকে কেন্দ্র করে বিএনপি হঠাৎ চাঙা হয়ে গেছে—এমন মন্তব্য করে কাদের গত রোববার বলেন, লু এসে সামনে কিছু করার অভিসন্ধি আছে কি না, সেটা বিএনপিই ভালো জানে।
নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
৮ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
১০ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
১৩ ঘণ্টা আগেচিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
১৪ ঘণ্টা আগে