Ajker Patrika

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৮: ৩৪
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: মির্জা ফখরুল

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে’ আছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন।’ 

আজ বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করার দাবিতে আগামী শনিবার রাজধানীসহ সারা দেশে বিএনপির পক্ষ থেকে গণ অনশন কর্মসূচি ঘোষণা করেন ফখরুল। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালিত হবে বলে জানান তিনি। 

খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে ফখরুল বলেন, গত শনিবার নতুন উপসর্গ নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে তাঁর বায়োপসি করানোর পাশাপাশি এন্ডোসকপি করানো হয়েছে। দেশের বিদ্যমান চিকিৎসাব্যবস্থা দিয়ে তাঁকে সুস্থ করার চেষ্টা চলছে। কিন্তু সম্ভব হচ্ছে না। 

চিকিৎসকেরা বলছেন, এখন তাঁর যে অবস্থা, তা সমাধানযোগ্য। তবে যথাসময়ে সুচিকিৎসা করা না গেলে এমন এক অবস্থায় যাবে, যখন আর সমাধান করা যাবে না। 

এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। হাসপাতালে নেওয়ার আগেই গত ১১ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে নিতে সরকারের অনুমতির জন্য আবেদন করে তাঁর পরিবার। 

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, দেশের বাইরে যাওয়ার অনুমতি চাইতে হলে খালেদা জিয়াকে কারাগারে এসেই আবেদন করতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত