Ajker Patrika

পুরোপুরি সুস্থ নই, অন্য হাসপাতালে চিকিৎসা নেব: নুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢামেক থেকে ছাড়পত্র পেয়েছেন নুরুল হক নুর। ছবি: ভিডিও থেকে নেওয়া
ঢামেক থেকে ছাড়পত্র পেয়েছেন নুরুল হক নুর। ছবি: ভিডিও থেকে নেওয়া

১৮ দিন পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতাল থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে হাসপাতাল ছাড়েন তিনি। এ সময় গণমাধ্যমকর্মীদের নুর বলেন, তিনি পুরোপুরি সুস্থ নন। পরে অন্য হাসপাতালে চিকিৎসা নেবেন।

আজ সোমবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি বাসায় পৌঁছান বলে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ফলে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুসারে তাঁকে আজ ছাড়পত্র দেওয়া হয়েছে।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় শারীরিক অবস্থার বিষয়ে নুর বলেন, ‘আমি এখনো পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাব। এরপর অন্য হাসপাতালে চিকিৎসা নেব।’

এদিকে নুরের শারীরিক অবস্থার বিস্তারিত জানিয়েছে গণঅধিকার পরিষদ। দলটি জানিয়েছে, নুর ঢাকা মেডিকেল থেকে আপাতত বাসায় ফিরেছেন। তবে তাঁর পুরোপুরি সুস্থ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।

দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, ঢাকা মেডিকেল তাঁর নাকের অপারেশনের বিষয়ে জানিয়েছে, এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ। কিন্তু নুরুল হক নুরের ব্যক্তিগত চিকিৎসক এখনই অপারেশন করতে পারলে ভালো হয় বলে জানিয়েছেন। এ জন্য আজ রাতে কয়েকজন চিকিৎসকের সঙ্গে কথা বলে অপারেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর ডান পাশের মেগজিলায় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। সেখানেও অবশ হয়ে আছে, সেখানেও একটা অপারেশন লাগবে।

আবু হানিফ জানান, নুরের ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আজ রাতে অন্য প্রাইভেট হাসপাতালে ভর্তি হবেন নুর। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।

৪৮ ঘণ্টার আলটিমেটাম

এদিকে নুরের ওপর হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গতকাল রোববার ৪৮ ঘণ্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অন্যথায় সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় নুরসহ আহত হন বেশ কয়েকজন। পরে ঢামেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলতে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত