হাসানুল হক ইনু, সাবেক তথ্যমন্ত্রী
বরিশালে ব্যানার অপসারণ নিয়ে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে, তা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। এ ঘটনাকে হালকাভাবে দেখার অবকাশ নেই। মনে রাখতে হবে, বাংলাদেশ কারও জমিদারি না; জনগণের সম্পত্তি। জনগণের সম্পত্তি ধরে নিয়ে সব পক্ষকে এর উপযুক্ত ব্যবহার করা উচিত। এই ঘটনার সঙ্গে দোষী যাঁরা, তাঁদের কাউকেই (প্রশাসনিক ও রাজনৈতিক) ক্ষমা করা উচিত না।
বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে রাতের বেলা অথবা দিনের বেলা এই ধরনের হামলা কোনোভাবেই সমর্থন করা যায় না। হামলার সঙ্গে যিনি বা যাঁরাই জড়িত থাকেন না কেন, তাঁর বা তাঁদের বিচার হওয়া উচিত। ব্যানার অপসারণকে কেন্দ্র করে সংঘটিত এমন সংঘর্ষ বর্তমান দেশের অসহিষ্ণুতা এবং অস্থিতিশীলতার ইঙ্গিত দেয়।
প্রশাসনের কর্মচারী এবং প্রশাসনিক স্থাপনার ওপরে কোনো রকম অত্যাচার বা নির্যাতন, হামলা হলে তার জন্য প্রশাসনের কর্মচারীদের প্রতিকার চাওয়ার অধিকার রয়েছে। প্রশাসনিক কর্মচারীদের যে সমিতি আছে, তারা পাশে দাঁড়াতে পারে। তাদের সেই অধিকার আছে। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে সমিতি যে বিবৃতি দিয়েছে, তা কোনোভাবেই প্রশাসনের কর্মচারীদের এখতিয়ারের মধ্যে পড়ে না।
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আপত্তিকর বাক্য ও শব্দ ব্যবহার করা হয়েছে। সেখানে অনভিপ্রেত, অপ্রয়োজনীয়, বিষোদগারমূলক শব্দ ও বাক্য ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে একটা লাইন আছে, ‘বরিশালের মেয়র যার অত্যাচারে সমগ্র বরিশালবাসী অত্যন্ত অতিষ্ঠ’—এই লাইনটি তারা কোনোভাবেই লিখতে পারে না। ‘রাজনৈতিক দুর্বৃত্ত’ শব্দ ব্যবহার অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
বিবৃতি যাঁরা দিয়েছেন, তাঁরা এখতিয়ারবহির্ভূত বাক্য এবং শব্দ ব্যবহার করেছেন। তাঁদের বিষয়টি প্রধানমন্ত্রীর আমলে নেওয়া উচিত। তাঁদের জবাবদিহির আওতায় আনা উচিত।
বরিশালে ব্যানার অপসারণ নিয়ে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে, তা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত। এ ঘটনাকে হালকাভাবে দেখার অবকাশ নেই। মনে রাখতে হবে, বাংলাদেশ কারও জমিদারি না; জনগণের সম্পত্তি। জনগণের সম্পত্তি ধরে নিয়ে সব পক্ষকে এর উপযুক্ত ব্যবহার করা উচিত। এই ঘটনার সঙ্গে দোষী যাঁরা, তাঁদের কাউকেই (প্রশাসনিক ও রাজনৈতিক) ক্ষমা করা উচিত না।
বরিশাল সদর উপজেলা পরিষদ চত্বরে রাতের বেলা অথবা দিনের বেলা এই ধরনের হামলা কোনোভাবেই সমর্থন করা যায় না। হামলার সঙ্গে যিনি বা যাঁরাই জড়িত থাকেন না কেন, তাঁর বা তাঁদের বিচার হওয়া উচিত। ব্যানার অপসারণকে কেন্দ্র করে সংঘটিত এমন সংঘর্ষ বর্তমান দেশের অসহিষ্ণুতা এবং অস্থিতিশীলতার ইঙ্গিত দেয়।
প্রশাসনের কর্মচারী এবং প্রশাসনিক স্থাপনার ওপরে কোনো রকম অত্যাচার বা নির্যাতন, হামলা হলে তার জন্য প্রশাসনের কর্মচারীদের প্রতিকার চাওয়ার অধিকার রয়েছে। প্রশাসনিক কর্মচারীদের যে সমিতি আছে, তারা পাশে দাঁড়াতে পারে। তাদের সেই অধিকার আছে। কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে সমিতি যে বিবৃতি দিয়েছে, তা কোনোভাবেই প্রশাসনের কর্মচারীদের এখতিয়ারের মধ্যে পড়ে না।
অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতিতে আপত্তিকর বাক্য ও শব্দ ব্যবহার করা হয়েছে। সেখানে অনভিপ্রেত, অপ্রয়োজনীয়, বিষোদগারমূলক শব্দ ও বাক্য ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে একটা লাইন আছে, ‘বরিশালের মেয়র যার অত্যাচারে সমগ্র বরিশালবাসী অত্যন্ত অতিষ্ঠ’—এই লাইনটি তারা কোনোভাবেই লিখতে পারে না। ‘রাজনৈতিক দুর্বৃত্ত’ শব্দ ব্যবহার অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
বিবৃতি যাঁরা দিয়েছেন, তাঁরা এখতিয়ারবহির্ভূত বাক্য এবং শব্দ ব্যবহার করেছেন। তাঁদের বিষয়টি প্রধানমন্ত্রীর আমলে নেওয়া উচিত। তাঁদের জবাবদিহির আওতায় আনা উচিত।
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ নিন্দা জানান।
৯ ঘণ্টা আগেপ্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। সব ঠিক থাকলে আগামী মঙ্গলবার সকালে শাশুড়ি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে জোবাইদা রাজধানীর ধানমন্ডিতে তাঁর বাবার বাসায় উঠবেন বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগেসামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের লুক্সেমবার্গের ল্যান্ড ব্যাংকিং ফান্ডে বিনিয়োগ করা ৫৬ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৬০১ টাকা ৭৪ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
১২ ঘণ্টা আগেগাজীপুরের চান্দনা এলাকায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। আজ রোববার সন্ধ্যায় সারজিসের ভ্যারিফায়েড ফেসবুকে আইডিতে এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।
১৩ ঘণ্টা আগে