Ajker Patrika

সাম্য হত্যার পেছনে ‘রাজনৈতিক কারণ’ দেখছেন রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মে ২০২৫, ১৫: ২৯
জাতীয় প্রেসক্লাবে সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেন রিজভী। ছবি: আজকের পত্রিকা
জাতীয় প্রেসক্লাবে সাম্য হত্যার বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেন রিজভী। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘এর পেছনে রাজনৈতিক কারণ রয়েছে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাম্য হত্যার বিচারের দাবিতে এক মানববন্ধনে অংশ নিয়ে রিজভী এ কথা বলেন। তিনি বলেন, ‘শাহবাগে জাতীয় সংগীত বন্ধের আন্দোলনের বিরুদ্ধে সাম্য একটি ফেসবুক পোস্ট দিয়েছিল। এটাই কী তাঁকে হত্যার কারণ?’

বিএনপির এই নেতা বলেন, ‘বিগত ১৬ বছর ছাত্রলীগের নিপীড়ন-নির্যাতন দেখেছি, এখন তো তারা নেই। তাহলে এখনো কেন ক্যাম্পাসে ছাত্রদের রক্ত ঝরছে? পুলিশকে গুরুত্বের সঙ্গে বিষয়টি খতিয়ে দেখতে হবে।’ এ সময় অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না।’

এর আগে, গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে খুন হন সাম্য। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলো শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত