Ajker Patrika

নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ৩৩
নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে তাঁর চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ চলছে। মঙ্গলবার বেলা ২টা থেকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হয়। 

সমাবেশে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নিয়েছেন। ফকিরাপুল থেকে কাকরাইলের দিকে যাওয়ার উভয় পাশের সড়কে তাঁরা জমায়েত হন। বেলা আড়াইটা পর্যন্ত মিছিলে নেতা-কর্মীদের সমাবেশে যোগ দিতে দেখা গেছে।

নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি-সংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগানে-স্লোগানে সমাবেশে উপস্থিত হন। 

বিএনপি নেতা–কর্মীরা সমাবেশে অংশ নিয়েছেনঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রফিকুল আলম মজনু ও আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য রাখছেন।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ঢাকাসহ সারা দেশের বড় অন্তত আটটি বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। 

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় যানবাহনের ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত