Ajker Patrika

ডিসেম্বরেই জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে আ.লীগ: কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৪: ৫৭
ডিসেম্বরেই জাতীয় সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে আ.লীগ: কাদের

নির্ধারিত সময় আগামী ডিসেম্বর মাসে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমাদের জাতীয় সম্মেলন আগামী ডিসেম্বর মাসে হওয়ার কথা। তিন বছর পর পর আমাদের সম্মেলন হয়, সেই হিসাবে আগামী ডিসেম্বরে আমাদের নির্ধারিত সময়। সেই সম্মেলনের প্রস্তুতি আমরা নিচ্ছি।’

আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য বই বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে এই সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম। এ ছাড়া আগামী ২০২৩ সালের ডিসেম্বর বা ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন এবং পার্টির জাতীয় সম্মেলন—এই দুটি বিষয় গুরুত্বপূর্ণ।

আগামী জাতীয় সংসদ ও জাতীয় সম্মেলন সামনে রেখে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত, সুশৃঙ্খল, আধুনিক ও স্মার্টার করে গড়ে তোলা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা আরও স্মার্ট, আধুনিক, সুসংগঠিত একটা দল নিয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অংশ নেব। নির্বাচন সামনে রেখে দলকে আরও সুশৃঙ্খল করতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের অংশ হিসেবে প্রাথমিক সদস্য ও সদস্য নবায়ন আমাদের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি। কারণ, আমরা এটা সব সময় করে আসছি। এটা আমাদের অভ্যন্তরীণ গণতন্ত্রের অংশ।’

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে সদস্য সংগ্রহ শুরু করতে হবে এবং সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম জোরদার করার জন্য সব শাখাকে অনুরোধ জানান। একই সঙ্গে বিভাগীয় সাংগঠনিক টিম, বিভাগ, মহানগর, জেলার নেতাদের মেয়াদোত্তীর্ণ সব শাখার কাউন্সিল সম্পন্ন ও পূর্ণাঙ্গ কমিটি করার জন্য অনুরোধ জানান।

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আগে মেয়াদোত্তীর্ণ ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ ও তাঁতী লীগের সম্মেলনের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় নির্বাচন ও জাতীয় সম্মেলনের আগে শুধু আমাদের মেয়াদোত্তীর্ণ শাখার সম্মেলন নয়; আমাদের সহযোগী সংগঠন, যাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, তাদেরও সম্মেলন করতে হবে। তাদেরও এ ব্যাপারে নির্দেশ দেওয়া যাচ্ছে অনতিবিলম্বে সম্মেলনের তারিখ নির্ধারণ করে সম্মেলনের প্রস্তুতি নিতে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত