Ajker Patrika

অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে উৎসব হবে: ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে জামায়াত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৮: ২৬
অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে উৎসব হবে: ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে জামায়াত

আগামী শনিবার (১০ জুন) সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে জামায়াত। আজ মঙ্গলবার বিকেলে জামায়াতের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে এই আবেদন করে। এ সময় জামায়াতের প্রতিনিধিদলের প্রধান অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে রাজধানীতে উৎসব হবে।

ডিএমপি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট সাইফুর রহমান। তিনি বলেন, অনুমতি না পেলে পরবর্তী করণীয় ঠিক করতে উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

আগামী শনিবার বিকেলে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে উল্লেখ করে সাইফুর রহমান বলেন, ‘ডিএমপি কার্যালয়ে আমাদের আবেদনটি গ্রহণ করা হয়েছে। তাঁরা আমাদের বক্তব্য শুনেছেন। এর আগেও অনুমতি চেয়েছিলাম কিন্তু ওয়ার্কিং ডে হওয়ায় তাঁরা অনুমতি দেননি। পরে জামায়াতের কেন্দ্রীয় কমিটি পুলিশের বক্তব্যের প্রতি সম্মান জানিয়ে সমাবেশের তারিখ পিছিয়েছে ১০ তারিখ নতুন কর্মসূচি ঘোষণা করে। এবারের কর্মসূচি বন্ধের দিনে দেওয়া হয়েছে। এই কর্মসূচি সফল করতে পুলিশের সহযোগিতা চেয়েছি। তাঁরা আমাদের জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের বক্তব্য তাঁরা পৌঁছে দেবেন। অনুমতি পেলে সহিংসতার পরিবর্তে রাজধানীতে উৎসব হবে।’

জামায়াতের নিবন্ধন প্রসঙ্গে জানতে চাইলে দলের এই নেতা বলেন, আইনগতভাবে জামায়াত এখনো বৈধ।

এর আগে ৫ জুন বিক্ষোভ সমাবেশের আবেদন করলেও কর্মদিবস হওয়ায় তা বাতিল করে দেয় ডিএমপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

‘আপত্তিকর’ ভিডিও: বিএফআইইউর প্রধান শাহীনুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালেন গভর্নর

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত