নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে ‘মব জাস্টিস’ রুখতে অন্তর্বর্তী সরকার কেন চুপ, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রার আগে সমাবেশে তিনি এ প্রশ্ন তোলেন। জাতীয়তাবাদী মহিলা দল এই শোভাযাত্রার আয়োজন করে।
সেলিমা রহমান বলেন, ‘৫ আগস্টের বিপ্লবে আমাদের তরুণেরা তাদের বুকের রক্ত দিয়ে এই যে স্বাধীনতা এনেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো ধর্ষণ হচ্ছে? বাসে বাসে হচ্ছে, পথে-ঘাটে নারীকে হেনস্তা করা হচ্ছে।’
বিএনপির এ নেতা বলেন, এখানে মনে হয় কোনো একটা গোষ্ঠী যেটা বলছে—মব জাস্টিস...ওয়াট ইজ মব জাস্টিস? কিসের মব জাস্টিস...কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না?
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সেলিমা রহমান বলেন, ‘সরকারকে বলতে চাই, সমাজে যে অস্থিরতা-অস্থিতিশীলতা, সমাজে যে মব জাস্টিস, সমাজে যে ধর্ষণ...এটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে জনগণ যে স্বপ্ন নিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছিল, সেই স্বপ্ন পূরণ হবে না।’
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘তোমরা এখন দল করেছ, আমরা স্বাগত জানাই। আজকাল ছাত্র-জনতা বলে, বৈষম্যবিরোধী বলে, যে কেউ দুজন-তিনজন করে বিভিন্ন জেলায় বিভিন্ন অফিস-আদালতে গিয়ে বসে থাকছে, ভাগ চাইছে। এখন তোমাদের উচিত, তাদের সঙ্গে কথা বলে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসা।’
শোভাযাত্রাপূর্ব সমাবেশে মব জাস্টিসের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন একটি কথা বেরিয়েছে, মব কালচার। এই মব কালচার তৈরি হলো কেন? অন্তর্বর্তী সরকার তো সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত। এই মব কালচারে সমাজে কত যে নিপীড়ন-নির্যাতন হচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। কত নারী ও কন্যাশিশু নিপীড়িত হচ্ছে, এর পরিসংখ্যান যা আসে তা অল্প।
রিজভী আরও বলেন, ‘সমাজে শান্তি নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। সেখানে যদি নারী ও কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার-আপনার কন্যাসন্তান স্কুলে গিয়ে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতির, এই লজ্জা এই দেশের। এই লজ্জা যাঁরা একাত্তরে শহীদ হয়েছেন, যাঁরা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, যাঁরা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন, সেই শহীদদের অপমান করা।’
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশের পর কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড় হয়ে আবার নয়াপল্টনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
দেশে ‘মব জাস্টিস’ রুখতে অন্তর্বর্তী সরকার কেন চুপ, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক নারী দিবসের শোভাযাত্রার আগে সমাবেশে তিনি এ প্রশ্ন তোলেন। জাতীয়তাবাদী মহিলা দল এই শোভাযাত্রার আয়োজন করে।
সেলিমা রহমান বলেন, ‘৫ আগস্টের বিপ্লবে আমাদের তরুণেরা তাদের বুকের রক্ত দিয়ে এই যে স্বাধীনতা এনেছে, যেখানে ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করে চলে যেতে বাধ্য হয়েছে, সেখানে কেন এখনো ধর্ষণ হচ্ছে? বাসে বাসে হচ্ছে, পথে-ঘাটে নারীকে হেনস্তা করা হচ্ছে।’
বিএনপির এ নেতা বলেন, এখানে মনে হয় কোনো একটা গোষ্ঠী যেটা বলছে—মব জাস্টিস...ওয়াট ইজ মব জাস্টিস? কিসের মব জাস্টিস...কারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না?
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে সেলিমা রহমান বলেন, ‘সরকারকে বলতে চাই, সমাজে যে অস্থিরতা-অস্থিতিশীলতা, সমাজে যে মব জাস্টিস, সমাজে যে ধর্ষণ...এটা যদি বন্ধ করতে না পারেন, তাহলে জনগণ যে স্বপ্ন নিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছিল, সেই স্বপ্ন পূরণ হবে না।’
এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘তোমরা এখন দল করেছ, আমরা স্বাগত জানাই। আজকাল ছাত্র-জনতা বলে, বৈষম্যবিরোধী বলে, যে কেউ দুজন-তিনজন করে বিভিন্ন জেলায় বিভিন্ন অফিস-আদালতে গিয়ে বসে থাকছে, ভাগ চাইছে। এখন তোমাদের উচিত, তাদের সঙ্গে কথা বলে তাদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে নিয়ে আসা।’
শোভাযাত্রাপূর্ব সমাবেশে মব জাস্টিসের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এখন একটি কথা বেরিয়েছে, মব কালচার। এই মব কালচার তৈরি হলো কেন? অন্তর্বর্তী সরকার তো সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত। এই মব কালচারে সমাজে কত যে নিপীড়ন-নির্যাতন হচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। কত নারী ও কন্যাশিশু নিপীড়িত হচ্ছে, এর পরিসংখ্যান যা আসে তা অল্প।
রিজভী আরও বলেন, ‘সমাজে শান্তি নিশ্চিত করা সরকারের প্রধান দায়িত্ব। সেখানে যদি নারী ও কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার-আপনার কন্যাসন্তান স্কুলে গিয়ে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতির, এই লজ্জা এই দেশের। এই লজ্জা যাঁরা একাত্তরে শহীদ হয়েছেন, যাঁরা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, যাঁরা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছেন, সেই শহীদদের অপমান করা।’
জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের সঞ্চালনায় সমাবেশের পর কাকরাইলের নাইটিঙ্গেল রেস্তোরাঁর মোড় হয়ে আবার নয়াপল্টনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
৪ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
৫ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগেকমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, ‘দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন, সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।’
৬ ঘণ্টা আগে