Ajker Patrika

আওয়ামীবিরোধী সব দলকে নিয়েই আন্দোলন: টুকু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৫: ১৩
আওয়ামীবিরোধী সব দলকে নিয়েই আন্দোলন: টুকু

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আওয়ামীবিরোধী সব দলকে সঙ্গে নিয়ে বিএনপি যুগপৎ আন্দোলন চালাবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন নয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

টুকু আরও বলেন, আন্দোলনের শুরুতেই এরই মধ্যে পাঁচজন নিহত হয়েছেন। এবারের আন্দোলনে তাঁরা জয়লাভ করবেন। দেশের পরিস্থিতি খারাপ উল্লেখ করে তিনি বলেন, তাঁর নিজের বাবা-মায়ের কবর জিয়ারত করতে গেলেও পুলিশকে বলে যেতে হয়।

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আওয়ামী লীগ নেতাদের মানুষ দেশের পছন্দ করছে না। বলেন, দেশের ৭ কোটি মানুষ এখন গরিব, ৪ কোটি মানুষ বেকার। তাই দেশের পরিস্থিতি ভালো নয়। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের দাবি করেন তিনি। কয়েক দিনের মধ্যে বিএনপি মহাসচিব যে তত্ত্বাবধায়ক সরকারের রূপকল্প ঘোষণা করবেন তা নিয়ে যাতে জনমনে প্রশ্ন তৈরি না হয়, সেই আহ্বান জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। এর জন্য তীব্র আন্দোলন গড়ে তোলার কথা বলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত