নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশে থাকবে ১১টি রাজনৈতিক দল নিয়ে গঠিত জাতীয়তাবাদী সমমনা দল। এদিন নিজেদের সর্বশক্তি নিয়ে রাজপথে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন সমমনা দলগুলোর আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।
‘২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যার প্রতিবাদে’ রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে যুগপৎ আন্দোলনের সঙ্গে সমন্বয় রেখে তিনি এ কর্মসূচি ঘোষণা করে এবং এমন আশাবাদ ব্যক্ত করেন।
ফরিদুজ্জামান বলেন, ‘দেশ যেভাবে চলছে, এভাবে চলতে পারে না। এ দেশের মানুষ খেতে পায় না, গ্যাসের দাম প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে। চালের দাম সকালে একটা থাকে, আবার বিকেলে আরেকটা থাকে। সব ধরনের নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। ১০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। পাচারের এই টাকা দিয়ে আওয়ামী সরকারের লোকেরা, মন্ত্রীরা, এমপিরা, নেতারা দুবাই বাড়ি কিনছে। সিঙ্গাপুর, বেগমপাড়া ও মালয়েশিয়া বাড়ি কিনছে। এক তথ্যে জানা গেছে, গত পাঁচ বছরে দুবাইয়ে সবচেয়ে বেশি বাড়ি কিনেছে বাংলাদেশের লোক। দুবাইয়ে বাড়ি কেনা লোকের সংখ্যা ৪৫০।
‘এই টাকাগুলো বাংলাদেশের সাধারণ মানুষের টাকা। জনগণের এই টাকার কথা বললেই নির্যাতন-নিপীড়ন শুরু হয়। এভাবে চলতে পারে না। শেখ হাসিনা ২০১৪ সালে নির্বাচন দিয়েছিল। এরপরে আরেকটি নির্বাচন দিয়েছিল। এই নির্বাচনগুলো হয় নাই। বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট দেশ চালাচ্ছে।’
ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ন্যাপের (ভাসানী) চেয়ারম্যান শাওন সাজিদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, জাগপা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং এনপিপি প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী।
যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে ৪ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশে থাকবে ১১টি রাজনৈতিক দল নিয়ে গঠিত জাতীয়তাবাদী সমমনা দল। এদিন নিজেদের সর্বশক্তি নিয়ে রাজপথে থাকার আশাবাদ ব্যক্ত করেছেন সমমনা দলগুলোর আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ।
‘২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যার প্রতিবাদে’ রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক সমাবেশে যুগপৎ আন্দোলনের সঙ্গে সমন্বয় রেখে তিনি এ কর্মসূচি ঘোষণা করে এবং এমন আশাবাদ ব্যক্ত করেন।
ফরিদুজ্জামান বলেন, ‘দেশ যেভাবে চলছে, এভাবে চলতে পারে না। এ দেশের মানুষ খেতে পায় না, গ্যাসের দাম প্রতি মাসে বৃদ্ধি পাচ্ছে। চালের দাম সকালে একটা থাকে, আবার বিকেলে আরেকটা থাকে। সব ধরনের নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ দেশের টাকা বিদেশে পাচার হচ্ছে। ১০ লাখ কোটি টাকা পাচার হয়েছে। পাচারের এই টাকা দিয়ে আওয়ামী সরকারের লোকেরা, মন্ত্রীরা, এমপিরা, নেতারা দুবাই বাড়ি কিনছে। সিঙ্গাপুর, বেগমপাড়া ও মালয়েশিয়া বাড়ি কিনছে। এক তথ্যে জানা গেছে, গত পাঁচ বছরে দুবাইয়ে সবচেয়ে বেশি বাড়ি কিনেছে বাংলাদেশের লোক। দুবাইয়ে বাড়ি কেনা লোকের সংখ্যা ৪৫০।
‘এই টাকাগুলো বাংলাদেশের সাধারণ মানুষের টাকা। জনগণের এই টাকার কথা বললেই নির্যাতন-নিপীড়ন শুরু হয়। এভাবে চলতে পারে না। শেখ হাসিনা ২০১৪ সালে নির্বাচন দিয়েছিল। এরপরে আরেকটি নির্বাচন দিয়েছিল। এই নির্বাচনগুলো হয় নাই। বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করে একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট দেশ চালাচ্ছে।’
ন্যাশনাল পিপলস পার্টির মহাসচিব মুস্তাফিজুর রহমান মোস্তফার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন ন্যাপের (ভাসানী) চেয়ারম্যান শাওন সাজিদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সৈয়দ নূরুল ইসলাম, জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমান, গণদল চেয়ারম্যান এ টি এম গোলাম মওলা চৌধুরী, জাগপা সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং এনপিপি প্রেসিডিয়াম সদস্য নবী চৌধুরী।
আজকের পত্রিকা: জাতীয় সনদ তৈরির কথা বলছে অন্তর্বর্তী সরকার। এতে বিএনপি কী দেখতে চায়? মির্জা ফখরুল ইসলাম আলমগীর: সংস্কার প্রস্তাব যা এসেছে, তার মধ্যে যেগুলোতে আমরা একমত হব, সেগুলোর সমন্বয়ে সংস্কারের একটি সনদ তৈরি হবে। যে বিষয়গুলোয় মতৈক্য হবে না, সেগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে।
৭ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঢাকার উদ্দেশে লন্ডন ছেড়েছেন। স্থানীয় সময় আজ সোমবার দুপুরে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা। সেখান তাঁকে বিদায় জানাতে আসা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘ভাইয়ার খেয়াল রেখো।’
৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছে নতুন দল জাতীয় ঐক্য ও সংহতি পরিষদ। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দলটি।
৯ ঘণ্টা আগেচার মাস পর দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার পথে যাত্রা করেন তিনি। তাঁর সঙ্গে আছেন দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।
১০ ঘণ্টা আগে