Ajker Patrika

খালেদা জিয়ার বিষয়ে বিএনপি সত্য কথা বলতেও ভয় পায়: জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়ার বিষয়ে বিএনপি সত্য কথা বলতেও ভয় পায়: জাফরুল্লাহ চৌধুরী

ঢাকা: খালেদা জিয়াকে যে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি সে বিষয়ে বিএনপি সত্য কথা বলতেও ভয় পায় বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ শনিবার বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত রাজনৈতিক সংকট: উত্তরণ কোন পথে শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, 'ওনার (খালেদা জিয়া) যেসব লক্ষণ দেখছি আগামী নির্বাচন পর্যন্ত সময় পাবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমরা দোয়া করি যেন উনি বেঁচে থাকেন। বিএনপি সত্য কথা বলতেও ভয় পায়। এটার জন্য তাদের উচিত ছিল, যেদিন থেকে সরকার তাঁকে বাইরে যেতে দেয়নি সেদিন থেকে অনশন করা। সেদিনই বলা উচিত ছিল কাশিমপুরে যেতে চাই, ফিরোজাতে থাকতে চাই না। ফিরোজাতে ওনাকে রাখা আরেকটা ধাপ্পাবাজি।'

বিএনপিতে খালেদা জিয়ার অবদানের বিষয়ে বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, 'আপনারা এ পর্যন্ত আসার পেছনে জিয়াউর রহমানের চেয়ে খালেদা জিয়ার অবদান বেশি। জিয়াউর রহমান অকালে প্রয়াণ করেছেন। আপনারা যখন হতাশায় ভুগছিলেন, কোনও পথ ছিল না, এই সাধারণ একজন গৃহবধূ আপনাদের একত্রিত করেছেন। আপনাদের দুইবার ক্ষমতায় এনেছেন। বিএনপির লোকেরা খালেদা জিয়ার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছে বলে আমি মনে করি। এ জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত।'

নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না বলেন, এত বড় নেত্রী বেগম খালেদা জিয়া, গুণাগুণ বহু বলা যাবে হয়তো কেউ কেউ সমালোচনাও কিছু করতে পারবে। গতকাল রাতের বেলায় দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করলেন ওনার নাকি আবার জ্বর হয়েছে। কি অবস্থা হতে পারে আমরা জানি না। আচ্ছা এত বড় বিপদের মধ্যে তাঁকে দেশে রাখতেই হচ্ছে কেনো? বিদেশ পাঠিয়ে দিলে কি হতো? ওরা বিদেশ পাঠাতেও সাহস পায় না। যদি জাফরুল্লাহ ভাই দেশের প্রধানমন্ত্রী হতেন তাহলে পাঠিয়ে দিতেন না? আমি যদি হতাম পাঠিয়ে দিতাম। কিন্তু ওরা পাঠাবে না।

বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে মতবিনিময় সভায় বাংলাদেশ লেবার পার্টি ছয়টি প্রস্তাব করেন। প্রস্তাবগুলো হলো, ভোটারবিহীন সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে হবে। মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন পুনর্গঠন ও নির্বাচনী আইনের সংস্কার করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কালোবাজারি সিন্ডিকেট রোধে টাস্কফোর্স গঠন ও টিবিসিকে করতে হবে। রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, অর্থপাচারীদেরকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অবিলম্বে রাষ্ট্রায়ত্ত পাটকল, চিনিকলসহ বন্ধ কলকারখানা চালু করতে হবে। কৃষিতে ভর্তুকি বাড়িয়ে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ বক্তব্য রাখেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত