Ajker Patrika

আ.লীগ নেতাদের ভাষা পরিবর্তনের পরামর্শ ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ জুন ২০২২, ১৫: ২৪
আ.লীগ নেতাদের ভাষা পরিবর্তনের পরামর্শ ফখরুলের

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রধান নেতাদের নিয়ে আওয়ামী লীগ নেতাদের কটূক্তির সমালোচনা করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ‘ভাষা পরিবর্তনের’ পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘বাংলাদেশের কৃষি বিপ্লব-শহীদ জিয়ার নীতি-কর্মসূচি’ শীর্ষক সেমিনারে এই পরামর্শ দেন মির্জা ফখরুল।

তাঁদের (আওয়ামী লীগ নেতা) ভাষাতেই আওয়ামী লীগের সংস্কৃতি সম্পর্কে ধারণা দেয় উল্লেখ করে ফখরুল বলেন, ‘জিয়াউর রহমানকে এরা মুছে ফেলতে চায়, তাঁর নাম মুছে ফেলতে চায়। বর্তমান তথ্যমন্ত্রী গতকালও বলেছেন, উনি (জিয়া) নাকি বিশ্বাসঘাতক ছিলেন, খুনি ছিলেন! ওনার (তথ্যমন্ত্রী) জন্ম হয়েছিল কি না সে সময়, আমি জানি না। আই ডোন্ট নো এবং উনি কতটুকু দেখেছেন, জেনেছেন তাও আমি জানি না। কিন্তু ওনার কথা থেকে তাদের কালচারটা, সংস্কৃতিটার প্রমাণ পাওয়া যায়। আমরা কখনোই তাদের নেতাদের ছোট করে কথা বলি না। যার যতটুকু অবদান আছে, ততটুকু আমরা দেওয়ার স্বীকার করি। এটা আমাদের জিয়াউর রহমান শিখিয়েছেন, ম্যাডাম (খালেদা জিয়া) শিখিয়েছেন। আর তাঁরা প্রতিনিয়ত আমাদের নেতৃবৃন্দকে হেয়, অবজ্ঞা করেন, খারাপ কথা বলেন। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, ভাষার পরিবর্তন করেন।’

ওবায়দুল কাদেরের কথার তীব্র সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল ওবায়দুল কাদের যেভাবে হুমকি দিয়েছেন, এটা কোনো রাজনৈতিক ভাষা নয়, গণতন্ত্রের ভাষা নয়। আপনারা মুখে মিথ্যা কথা বলেন কেন যে, গণতন্ত্র করতে চান! আপনারা তো গণতন্ত্রে বিশ্বাসই করেন না। গণতন্ত্রে বিশ্বাস করলে এই ভাষায় কথা বলতেন না। আপনারা ছাত্রদের মারলেন, জঘন্যভাবে মারলেন। আজকে সেটাকে আবার জাস্টিফাই করছেন। গতকাল নাকি ওবায়দুল কাদের বলেছেন, বাহ বাহ, খুব ভালো কাজ করেছে ছাত্রলীগ। এটাই হচ্ছে তাদের (আওয়ামী লীগের) চরিত্র। এরা একদিকে মানুষকে হত্যা করবে, সন্ত্রাস করবে এবং এসব সন্ত্রাসী দিয়ে তারা ক্ষমতা দখল করে আরও বেশি বেশি লুটপাট করবে।’ 

সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে এই ভরা মৌসুমে চালের দাম বেড়েছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এখন তো ভরা মৌসুম, এখন তো বোরো বের হচ্ছে। এই সময়ে চালের দাম কমে আসার কথা। কিন্তু এই সময়ে আবার চালের দাম বাড়ছে। এখানে আবার কারসাজি। এটার পেছনে রয়েছে আওয়ামী দুর্বৃত্ত ও লুটেরা। তাদের কারসাজিতে দাম বাড়াচ্ছে। এভাবে তারা জনগণের পকেট কাটবে।’ 

জিয়াউর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আয়োজিত এই সেমিনারে আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু জাফর কেনেডি, বিএনপির নেতা আব্দুল আউয়াল মিন্টুসহ কৃষক দলের বিভিন্ন স্তরের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত