Ajker Patrika

নুরদের রাজনৈতিক দলে আহ্বায়ক হলেন রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৮: ১৮
নুরদের রাজনৈতিক দলে আহ্বায়ক হলেন রেজা কিবরিয়া

'জনতার অধিকার, আমাদের অঙ্গীকার' স্লোগানে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল। ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে সদস্যসচিব করে এই দল আত্মপ্রকাশ করেছে। প্রাথমিকভাবে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করার কথা থাকলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৮৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের কার্যালয়ে নতুন দল আত্মপ্রকাশের অনুষ্ঠানে একমাত্র অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহর চৌধুরী। 

অনুষ্ঠানের শুরুতে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র পাঠ করেন দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত রাশেদ খান। ঘোষণাপত্রে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ এই চার বিষয়কে দলের মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়। জানানো হয় ২১ দফা কর্মসূচির কথা। 

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, নির্বাচন কমিশন নিয়ে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা আমাদের দলের নেই। তবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য যা করা দরকার তাই করব। এখন পর্যন্ত আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছি। জোটগতভাবে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা না থাকলেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সবার সঙ্গেই আলোচনার চিন্তা-ভাবনা করছি। নতুন রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি আমরা, এটা কেও ঠেকাতে পারবে না। পূর্বের ন্যায় কারসাজির নির্বাচনের চেষ্টা থাকলে সেই নির্বাচনে আমরা নামব না। এ ছাড়া যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তাদের জায়গা আমাদের দলে নেই। যারা সাম্প্রদায়িক তাদের জন্য অন্য দল আছে; তাঁরা সেখানে যেতে পারে। 

নতুন দলের সদস্যসচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, আমরা অনেককেই আমাদের দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দাওয়াত করেছিলাম কিন্তু ভেন্যুর অনুমতি না পাওয়ায় আমরা খুব সীমিত পরিসরে অনুষ্ঠান সম্পন্ন করেছি। এখানে আমাদের অভিভাবক ও একজন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে উপস্থিত হয়েছেন ড. জাফরুল্লাহ চৌধুরী। তার কোন রাজনৈতিক পরিচয় নাই। আমরা ভেন্যুর জন্য অনুমতির ভদ্রতা দেখালেও রাজনৈতিক কর্মসূচি দেওয়ার সময় অনুমতির অপেক্ষা করব না। 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ডা. জাফরুল্লাহ বলেন, এই দলের প্রতি আমার আলাদা প্রত্যাশা রয়েছে। তোমাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে তোমরা যেন ছোট ছোট বিষয়গুলো নিয়ে ঝামেলা না করো। ভিন্ন মত হলেই যেন কাউকে বের না করে দাও। আর ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি করবে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত