নিজস্ব প্রতিবেদক, ঢাকা
'জনতার অধিকার, আমাদের অঙ্গীকার' স্লোগানে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল। ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে সদস্যসচিব করে এই দল আত্মপ্রকাশ করেছে। প্রাথমিকভাবে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করার কথা থাকলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৮৩ জনের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের কার্যালয়ে নতুন দল আত্মপ্রকাশের অনুষ্ঠানে একমাত্র অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহর চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র পাঠ করেন দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত রাশেদ খান। ঘোষণাপত্রে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ এই চার বিষয়কে দলের মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়। জানানো হয় ২১ দফা কর্মসূচির কথা।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, নির্বাচন কমিশন নিয়ে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা আমাদের দলের নেই। তবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য যা করা দরকার তাই করব। এখন পর্যন্ত আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছি। জোটগতভাবে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা না থাকলেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সবার সঙ্গেই আলোচনার চিন্তা-ভাবনা করছি। নতুন রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি আমরা, এটা কেও ঠেকাতে পারবে না। পূর্বের ন্যায় কারসাজির নির্বাচনের চেষ্টা থাকলে সেই নির্বাচনে আমরা নামব না। এ ছাড়া যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তাদের জায়গা আমাদের দলে নেই। যারা সাম্প্রদায়িক তাদের জন্য অন্য দল আছে; তাঁরা সেখানে যেতে পারে।
নতুন দলের সদস্যসচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, আমরা অনেককেই আমাদের দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দাওয়াত করেছিলাম কিন্তু ভেন্যুর অনুমতি না পাওয়ায় আমরা খুব সীমিত পরিসরে অনুষ্ঠান সম্পন্ন করেছি। এখানে আমাদের অভিভাবক ও একজন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে উপস্থিত হয়েছেন ড. জাফরুল্লাহ চৌধুরী। তার কোন রাজনৈতিক পরিচয় নাই। আমরা ভেন্যুর জন্য অনুমতির ভদ্রতা দেখালেও রাজনৈতিক কর্মসূচি দেওয়ার সময় অনুমতির অপেক্ষা করব না।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ডা. জাফরুল্লাহ বলেন, এই দলের প্রতি আমার আলাদা প্রত্যাশা রয়েছে। তোমাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে তোমরা যেন ছোট ছোট বিষয়গুলো নিয়ে ঝামেলা না করো। ভিন্ন মত হলেই যেন কাউকে বের না করে দাও। আর ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি করবে না।
'জনতার অধিকার, আমাদের অঙ্গীকার' স্লোগানে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল। ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে সদস্যসচিব করে এই দল আত্মপ্রকাশ করেছে। প্রাথমিকভাবে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি করার কথা থাকলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে ৮৩ জনের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের কার্যালয়ে নতুন দল আত্মপ্রকাশের অনুষ্ঠানে একমাত্র অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. জাফরুল্লাহর চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ গণ অধিকার পরিষদের ঘোষণাপত্র পাঠ করেন দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বপ্রাপ্ত রাশেদ খান। ঘোষণাপত্রে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ এই চার বিষয়কে দলের মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়। জানানো হয় ২১ দফা কর্মসূচির কথা।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে দলের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, নির্বাচন কমিশন নিয়ে আন্দোলনে যাওয়ার পরিকল্পনা আমাদের দলের নেই। তবে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার জন্য যা করা দরকার তাই করব। এখন পর্যন্ত আমরা ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা করছি। জোটগতভাবে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা না থাকলেও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে সবার সঙ্গেই আলোচনার চিন্তা-ভাবনা করছি। নতুন রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছি আমরা, এটা কেও ঠেকাতে পারবে না। পূর্বের ন্যায় কারসাজির নির্বাচনের চেষ্টা থাকলে সেই নির্বাচনে আমরা নামব না। এ ছাড়া যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তাদের জায়গা আমাদের দলে নেই। যারা সাম্প্রদায়িক তাদের জন্য অন্য দল আছে; তাঁরা সেখানে যেতে পারে।
নতুন দলের সদস্যসচিব ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেন, আমরা অনেককেই আমাদের দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দাওয়াত করেছিলাম কিন্তু ভেন্যুর অনুমতি না পাওয়ায় আমরা খুব সীমিত পরিসরে অনুষ্ঠান সম্পন্ন করেছি। এখানে আমাদের অভিভাবক ও একজন মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে উপস্থিত হয়েছেন ড. জাফরুল্লাহ চৌধুরী। তার কোন রাজনৈতিক পরিচয় নাই। আমরা ভেন্যুর জন্য অনুমতির ভদ্রতা দেখালেও রাজনৈতিক কর্মসূচি দেওয়ার সময় অনুমতির অপেক্ষা করব না।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ডা. জাফরুল্লাহ বলেন, এই দলের প্রতি আমার আলাদা প্রত্যাশা রয়েছে। তোমাদের প্রতি আমার প্রত্যাশা থাকবে তোমরা যেন ছোট ছোট বিষয়গুলো নিয়ে ঝামেলা না করো। ভিন্ন মত হলেই যেন কাউকে বের না করে দাও। আর ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি করবে না।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
১৩ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
১৬ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৯ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১ দিন আগে