নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলমান এক দফার আন্দোলনে কালিমা লেপন করতেই সরকার বিএনপির বিরুদ্ধে ‘অগ্নিসন্ত্রাসের কাহিনি’ সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, ‘বিএনপি সুষ্ঠু ভোটাধিকার আদায়ের আন্দোলনে থাকলেই আওয়ামী সরকারের গুম ও ক্রসফায়ারের উৎসবের ঋতু শুরু হয়। তারা শুরু করে বাসে আগুন নিয়ে খেলা। বাসে আগুন দিয়ে দায় চাপায় গণতন্ত্রের বিপ্লবী কর্মীদের নামে। যার অসংখ্য ভূরি ভূরি প্রমাণ এখন মানুষের হাতে হাতে।’
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে বিএনপি। ওই সময় অনেকে দেখেছে যারা বাসে আগুন দিয়েছে, তারা দৌড়ে আওয়ামী লীগের অফিসের ভেতর ঢুকেছে। শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনের গায়ে কালিমা লেপন করার জন্য আবারও বিএনপির বিরুদ্ধ অগ্নিসন্ত্রাসের কাহিনি সাজানো হচ্ছে এবং সেগুলো প্রচার করা হচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘গণমাধ্যম তাদের (সরকার) হাতে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতে, আদালত তাদের কবজায়। সেই কারণে বিএনপির কোনো নেতার নামে পরিকল্পিত নাশকতার ঘটনায় মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা তাদের জন্য অত্যন্ত সহজ।’
এ সময় বুধবার থেকে শুরু হতে যাওয়া ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সরকারের যেকোনো উসকানিতেও পা না দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
কারাগারগুলোতে মানবিক বিপর্যয় চলছে—এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, কেরানীগঞ্জ কারাগারে যাঁদের আটক রাখা হয়েছে, তাঁদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাঁদের আইনজীবী ও আত্মীয়স্বজনেরা জানতে পারছে না। কারাগারের ভেতর বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের ঠেসে ঠেসে রাখা হয়েছে। যে ওয়ার্ডে ১০-১৫ জনের বেশি বন্দীকে রাখা যায় না, সেখানে একটি ওয়ার্ডে ৪০-৫০ জন বন্দীকে রাখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৭৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৯টি মামলায় আসামি করা হয়েছে ৯৯৫-এর অধিক নেতা-কর্মীকে।
চলমান এক দফার আন্দোলনে কালিমা লেপন করতেই সরকার বিএনপির বিরুদ্ধে ‘অগ্নিসন্ত্রাসের কাহিনি’ সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেল এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করে বলেন, ‘বিএনপি সুষ্ঠু ভোটাধিকার আদায়ের আন্দোলনে থাকলেই আওয়ামী সরকারের গুম ও ক্রসফায়ারের উৎসবের ঋতু শুরু হয়। তারা শুরু করে বাসে আগুন নিয়ে খেলা। বাসে আগুন দিয়ে দায় চাপায় গণতন্ত্রের বিপ্লবী কর্মীদের নামে। যার অসংখ্য ভূরি ভূরি প্রমাণ এখন মানুষের হাতে হাতে।’
গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ‘২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করে বিএনপি। ওই সময় অনেকে দেখেছে যারা বাসে আগুন দিয়েছে, তারা দৌড়ে আওয়ামী লীগের অফিসের ভেতর ঢুকেছে। শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনের গায়ে কালিমা লেপন করার জন্য আবারও বিএনপির বিরুদ্ধ অগ্নিসন্ত্রাসের কাহিনি সাজানো হচ্ছে এবং সেগুলো প্রচার করা হচ্ছে।’
রিজভী আরও বলেন, ‘গণমাধ্যম তাদের (সরকার) হাতে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের হাতে, আদালত তাদের কবজায়। সেই কারণে বিএনপির কোনো নেতার নামে পরিকল্পিত নাশকতার ঘটনায় মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা তাদের জন্য অত্যন্ত সহজ।’
এ সময় বুধবার থেকে শুরু হতে যাওয়া ঘোষিত ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে সরকারের যেকোনো উসকানিতেও পা না দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।
কারাগারগুলোতে মানবিক বিপর্যয় চলছে—এমন মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, কেরানীগঞ্জ কারাগারে যাঁদের আটক রাখা হয়েছে, তাঁদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, তাঁদের আইনজীবী ও আত্মীয়স্বজনেরা জানতে পারছে না। কারাগারের ভেতর বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীদের ঠেসে ঠেসে রাখা হয়েছে। যে ওয়ার্ডে ১০-১৫ জনের বেশি বন্দীকে রাখা যায় না, সেখানে একটি ওয়ার্ডে ৪০-৫০ জন বন্দীকে রাখা হচ্ছে।
সংবাদ সম্মেলনে নেতা-কর্মীদের গ্রেপ্তারের চিত্র তুলে ধরে রিজভী জানান, গত ২৪ ঘণ্টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৭৫ জনের অধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৯টি মামলায় আসামি করা হয়েছে ৯৯৫-এর অধিক নেতা-কর্মীকে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণদের নীতি-প্রণয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে শুরু করেছে এক মাসব্যাপী কর্মসূচি।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার সন্ধ্যায় দেওয়া পোস্টে সামরিক হামলার নিন্দা জানিয়ে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগেসরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন। জনগণ যেন তাঁদের পছন্দমতো প্রার্থীকে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করুন। তাহলে দেখবেন রাতারাতি সব সমস্যার সমাধান হয়ে যাবে।
৮ ঘণ্টা আগেদীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে গতকাল মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গুলশান-২-এ তাঁর বাসভবন পর্যন্ত সড়ক-মহাসড়কের দুই পাশে জড়ো হওয়া লাখো মানুষ তাঁকে স্বাগত জানান।
৯ ঘণ্টা আগে