Ajker Patrika

জন্মতারিখের মতই খালেদা জিয়ার পুরস্কারের তারিখেরও ঠিক নাই : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২২: ৩৯
জন্মতারিখের মতই খালেদা জিয়ার পুরস্কারের তারিখেরও ঠিক নাই : তথ্যমন্ত্রী

‘খালেদা জিয়ার জন্মের তারিখেরও যেমন ঠিক নাই, পুরস্কারের তারিখেরও ঠিক নাই।’ আমি কারও নাম উল্লেখ করতে চাই না কিন্তু তাঁর সভাসদ উদ্ভান্তের মতন কথা বলছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আহবাবুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা প্রশান্তিময় কোরআন ২০২২ শীর্ষক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হাছান মাহমুদ।

বিএনপির প্রতিষ্ঠা ষড়যন্ত্র, অস্ত্র ও লাশের মধ্য দিয়ে হয়েছে তাই তারা সবখানেই ষড়যন্ত্র দেখতে পান উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা সব সময় ষড়যন্ত্র করেন তারা সবকিছুকেই ষড়যন্ত্রের চোখে দেখেন। অধিকতর স্বচ্ছতার মাধ্যমে সার্চ কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন কখনো কোন সরকারের অধীনে হয় না, নির্বাচন কমিশনের অধীনে হয়। এটা মির্জা ফখরুল খুব ভালো করেই জানেন। আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সবকিছুতেই না বলার বাতিক পেয়ে বসেছে তাদের বলে উল্লেখ করেন তিনি। 

যারা ধর্মকে ব্যবহার করে ভোট নেয় তাদের না বলুন। সরল আলেম সমাজকে ভুলিয়ে ধোঁকা দিয়ে, প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করে না তাদের না বলুন উল্লেখ করে অনুষ্ঠানের উপস্থিত বক্তা ও শ্রোতাদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমান মুলা ঝুলিয়ে রেখেছিলেন কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দেওয়া হবে, দেওয়া হয়নি। এরশাদ, বেগম জিয়া সবাই বলেছিল কিন্তু স্বীকৃতি দেয় নাই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত