নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভা শেষে আজ শনিবার এক র্যালির আয়োজন করে গণ অধিকার পরিষদ। তবে ছাত্রলীগের বাধায় বেশিদূর এগোতে পারেনি র্যালি। গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূরের নেতৃত্বে র্যালিটি বিজয়নগর পানির ট্যাংকির সামনে পৌঁছালে বাঁধা দেয় পল্টন থানা ছাত্রলীগ।
পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষ দুদিকে অবস্থান নেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ।
র্যালি পরবর্তী সমাবেশে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমরা র্যালির আয়োজন করেছিলাম। র্যালিতে হামলার চেষ্টা সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। শেষ নিশ্বাস পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’
নুরুল হক নূর আরও বলেন, ‘জনগণের মুক্তির জন্য লড়াই ব্যতীত আর কোনো পথ খোলা নাই। কাজেই জনগণকে সংগঠিত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যেদিন ঐক্যবদ্ধ গণ প্রতিরোধ গড়ে তোলা যাবে সেদিন গণতন্ত্র মুক্তি পাবে।’
গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক আহমেদ ইসমাইল বন্ধন আজকের পত্রিকাকে বলেন, ‘মানবাধিকারের মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা শান্তিপূর্ণ র্যালি বের করেছিলাম। কিন্তু আমরা পানির ট্যাংকির সামনে যাওয়া মাত্র সরকারের গুন্ডাবাহিনী আমাদের মিছিলে বাঁধা দেয়। শান্তির প্রত্যাশায় সংঘাত পরিহার করতে আমরা আমাদের কর্মসূচি শেষ করতে বাধ্য হয়েছি।’
র্যালিতে আরও উপস্থিত ছিলেন—গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান, বিপ্লব কুমার সরদার প্রমুখ।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ‘বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভা শেষে আজ শনিবার এক র্যালির আয়োজন করে গণ অধিকার পরিষদ। তবে ছাত্রলীগের বাধায় বেশিদূর এগোতে পারেনি র্যালি। গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূরের নেতৃত্বে র্যালিটি বিজয়নগর পানির ট্যাংকির সামনে পৌঁছালে বাঁধা দেয় পল্টন থানা ছাত্রলীগ।
পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষ দুদিকে অবস্থান নেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে গণ অধিকার পরিষদ।
র্যালি পরবর্তী সমাবেশে গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নূর বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আমরা র্যালির আয়োজন করেছিলাম। র্যালিতে হামলার চেষ্টা সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। শেষ নিশ্বাস পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।’
নুরুল হক নূর আরও বলেন, ‘জনগণের মুক্তির জন্য লড়াই ব্যতীত আর কোনো পথ খোলা নাই। কাজেই জনগণকে সংগঠিত করে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যেদিন ঐক্যবদ্ধ গণ প্রতিরোধ গড়ে তোলা যাবে সেদিন গণতন্ত্র মুক্তি পাবে।’
গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক আহমেদ ইসমাইল বন্ধন আজকের পত্রিকাকে বলেন, ‘মানবাধিকারের মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা শান্তিপূর্ণ র্যালি বের করেছিলাম। কিন্তু আমরা পানির ট্যাংকির সামনে যাওয়া মাত্র সরকারের গুন্ডাবাহিনী আমাদের মিছিলে বাঁধা দেয়। শান্তির প্রত্যাশায় সংঘাত পরিহার করতে আমরা আমাদের কর্মসূচি শেষ করতে বাধ্য হয়েছি।’
র্যালিতে আরও উপস্থিত ছিলেন—গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হাসান, বিপ্লব কুমার সরদার প্রমুখ।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৬ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
৯ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১২ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৬ ঘণ্টা আগে