Ajker Patrika

খালেদা জিয়া ফের সিসিইউতে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২১: ২৯
খালেদা জিয়া ফের সিসিইউতে 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

৮ জুলাই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ভর্তির পরে তাঁকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে সিসিইউয়ের সুযোগ-সুবিধা সংবলিত কেবিনে রেখে চিকিৎসা করা হয়। সেখান থেকে আবারও সিসিইউতে নেওয়া হলো।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। দিন দিন শারীরিক জটিলতা বাড়ছে। চিকিৎসকেরা বলছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। কোনো প্যারামিটারেই উন্নতি নেই। লিভার, হার্ট, কিডনির জটিলতা বেড়েছে।

এর আগে গত ২২ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া একই হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত