Ajker Patrika

খালেদা জিয়া ফের সিসিইউতে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২১: ২৯
খালেদা জিয়া ফের সিসিইউতে 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান। মেডিকেল বোর্ডের পরামর্শে তাঁকে সিসিইউতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

৮ জুলাই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ভর্তির পরে তাঁকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে সিসিইউয়ের সুযোগ-সুবিধা সংবলিত কেবিনে রেখে চিকিৎসা করা হয়। সেখান থেকে আবারও সিসিইউতে নেওয়া হলো।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। দিন দিন শারীরিক জটিলতা বাড়ছে। চিকিৎসকেরা বলছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন। কোনো প্যারামিটারেই উন্নতি নেই। লিভার, হার্ট, কিডনির জটিলতা বেড়েছে।

এর আগে গত ২২ জুন রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়া একই হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাঁর হৃদ্‌যন্ত্রে পেসমেকার বসানো হয়।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত