নিজস্ব প্রতিবেদক
ঢাকা: খালেদা জিয়াকে সম্প্রতি সিসিইউ থেকে কিছুক্ষণের জন্য কেবিনে স্থানান্তর করা হয়েছিল। এরপর গত ২৭ মে হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। পরের দিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে খবরটি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকেরা জ্বর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান তিনি। আজ রোববার মির্জা ফখরুল জানান, বর্তমানে খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর জ্বর ফিরে আসার সম্ভাবনা কম।
আজ সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করতে যান মির্জা ফখরুল। সেখানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের চিকিৎসকদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের সুচিকিৎসার কারণে বেগম জিয়ার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে। চিকিৎসকেরা আশাবাদী হয়ে উঠেছেন। এই জ্বর হয়তোবা আর আসবে না।
সরকারের প্রতিহিংসার কারণে খালেদা জিয়া উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমাদের দুঃখ হয়। যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আজীবন। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর কারা নির্যাতন ভোগ করেছেন। তাঁকে চিকিৎসার জন্য আজকে কোনো সুযোগ দেওয়া হলো না। বারবার করে বলা হয়েছে, তাঁর অ্যাডভান্সড ট্রিটমেন্ট দরকার। কিন্তু সরকার তাদের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাঁকে সে সুযোগ থেকে বঞ্চিত করেছে।
এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে ৩ মে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। এরপর থেকে সেখানেই আছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তবে আইনি বাধায় সেটি আটকে গেছে।
ঢাকা: খালেদা জিয়াকে সম্প্রতি সিসিইউ থেকে কিছুক্ষণের জন্য কেবিনে স্থানান্তর করা হয়েছিল। এরপর গত ২৭ মে হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হন বিএনপি চেয়ারপারসন। পরের দিন শুক্রবার এক সংবাদ সম্মেলনে খবরটি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকেরা জ্বর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান তিনি। আজ রোববার মির্জা ফখরুল জানান, বর্তমানে খালেদা জিয়ার জ্বর নিয়ন্ত্রণে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর জ্বর ফিরে আসার সম্ভাবনা কম।
আজ সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করতে যান মির্জা ফখরুল। সেখানে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমাদের চিকিৎসকদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাদের সুচিকিৎসার কারণে বেগম জিয়ার জ্বরটা নিয়ন্ত্রণে এসে গেছে। চিকিৎসকেরা আশাবাদী হয়ে উঠেছেন। এই জ্বর হয়তোবা আর আসবে না।
সরকারের প্রতিহিংসার কারণে খালেদা জিয়া উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আমাদের দুঃখ হয়। যে নেত্রী গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আজীবন। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর কারা নির্যাতন ভোগ করেছেন। তাঁকে চিকিৎসার জন্য আজকে কোনো সুযোগ দেওয়া হলো না। বারবার করে বলা হয়েছে, তাঁর অ্যাডভান্সড ট্রিটমেন্ট দরকার। কিন্তু সরকার তাদের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাঁকে সে সুযোগ থেকে বঞ্চিত করেছে।
এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন খালেদা জিয়া। অবস্থার অবনতি হলে ৩ মে তাঁকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। এরপর থেকে সেখানেই আছেন তিনি। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তবে আইনি বাধায় সেটি আটকে গেছে।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৮ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
১১ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
১৪ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৭ ঘণ্টা আগে