Ajker Patrika

হাতপাখার সমাবেশ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ : ফারুক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বুধবার আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা
জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে বুধবার আলোচনা সভার আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা প্রতীক) সম্প্রতি পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে মহাসমাবেশ করে। এই ঘটনাকে বিএনপির বিরুদ্ধে ফের ষড়যন্ত্র শুরুর প্রমাণ হিসেবে দেখছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচন নিয়ে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক যখন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, ঠিক তখন পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়ে তা পিছিয়ে দিতে চাইছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আজ বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তৃণমূল নাগরিক আন্দোলন এই সভার আয়োজন করে।

গত ২৮ জুন জুলাই হত্যাকাণ্ডের বিচার, সংস্কার ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সেই সমাবেশ সম্পর্কে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক যখন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আরও দুচারটা রাজনৈতিক দলকে নিয়ে তারা সংখ্যানুপাতিক পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না—এসব কথা বলছে।’

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘আপনারা ১০ মাস কাটিয়ে দিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে অনুগ্রহ করে নির্বাচনটা দেন। দেশে শান্তি নিয়ে আসেন। দেশের মানুষকে শান্তিতে বসবাস করতে দেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়েছে। একটি নির্বাচিত সরকারের মাধ্যমে যেন এসব সাংবিধানিক প্রতিষ্ঠান আবার কাজ করার সুযোগ পায়।’

তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, নির্বাহী কমিটির সদস্য রহিমা শিকদার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরি অধ্যাদেশ: বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর

ভারত যে পারমাণবিক বোমা ফেলেনি, পাকিস্তানের বুঝতে সময় লেগেছে ৩০-৪৫ সেকেন্ড

‘ভিআইপি রুম না পেয়ে’ হোটেল বারে ভাঙচুর, যুবদলের পদ হারালেন মনির হোসেন

বিএনপি নেতার ছেলের নেতৃত্বে হামলার ৩৫ দিন পর মৃত্যু, লাশ নিয়ে বিক্ষোভ

ফরিদপুরে এ কে আজাদের বাড়ির সামনে বিএনপির মিছিল

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত