Ajker Patrika

সরকার পদত্যাগ করলে আলোচনার সুযোগ রয়েছে: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জুলাই ২০২৩, ২২: ১৬
সরকার পদত্যাগ করলে আলোচনার সুযোগ রয়েছে: গণতন্ত্র মঞ্চ

সরকার পদত্যাগ করে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিলেই কেবল সরকার ও সরকারি দলের সঙ্গে আলোচনার সুযোগ থাকবে বলে জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

আজ বুধবার বিকেলে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের মুলতবি সভা শেষে গৃহীত প্রস্তাবে এ কথা বলা হয়েছে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যথায় সরকার ও সরকারি দলের কোনো ফাঁদে গণতন্ত্র মঞ্চ পা দেবে না বলে জানান তিনি।

গৃহীত প্রস্তাবে বলা হয়, সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার ঘোষণা দিলেই কেবল সরকার ও সরকারি দলের সঙ্গে আলোচনার সুযোগ রয়েছে। এর আগে সরকার ও সরকারি দলের কোনো ফাঁদেই বিরোধী দলসমূহের পা দেওয়ার কোনো অবকাশ নেই। দম্ভ ও কূট কৌশল পরিহার করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও জাতীয় সংসদ বাতিল করে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা করতে সরকার ও সরকারি দলের প্রতি আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

দলের নেতারা সভায় বলেন, অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের পদত্যাগের প্রশ্নে তালবাহানা করার কোনো অবকাশ নেই। সংবিধানের দোহাই দিয়ে সরকার ও সরকারি দলের অবৈধ ক্ষমতা আঁকড়ে থাকারও কোনো সুযোগ নেই। ২০১৪ আর ২০১৮ সালে নজিরবিহীন ভোট জালিয়াতি আর একতরফা নির্বাচনী তামাশার পর এই সরকারের অধীনে আর একটি সাজানো নীলনকশায় জাতীয় নির্বাচনের প্রশ্নটাই অবান্তর।

সাইফুল হক আজকের পত্রিকাকে জানান, সভায় গণতন্ত্র মঞ্চের আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। আগামী ৭ তারিখ পুনরায় সভার মাধ্যমে আন্দোলনের নতুন কর্মসূচি গৃহীত হতে পারে। এ ছাড়া বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে ১০ তারিখ আলোচনার মাধ্যমে যুগপৎ আন্দোলনকে নতুন মাত্রায় নেওয়ার আলোচনা হতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত