নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অপশাসনের বিরুদ্ধে গণ আন্দোলন সৃষ্টির লক্ষ্যে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা এখন অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। আজ শুক্রবার জেএসডি রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট, লাগামহীন দ্রব্যমূল্য, বুভুক্ষু মানুষের হাহাকার, রাজনৈতিক নৈরাজ্য, ভয়ংকর দুর্নীতি, সীমাহীন অর্থ লুণ্ঠন ও পাচার, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং ভূ-রাজনৈতিক বাস্তবতায় সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে উল্লেখ করে আ স ম আব্দুর রব বলেন, ‘বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের সকল সম্ভাবনার অপমৃত্যু হচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি এবং সমাজ রূপান্তরের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তা ১৯৭২ সালেই আওয়ামী লীগ বিনষ্ট করে দেয়। সে প্রক্রিয়া আজও অব্যাহত। মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের প্রতি কোনো শাসকই কখনো মনোযোগ দেয়নি। এখন গণতন্ত্রহীনতা এবং নাগরিক জীবনের ওপর রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাষ্ট্রকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।’
জেএসডি সভাপতি বলেন, ‘সংঘাত, সংঘর্ষ ও অনৈক্যের রাজনীতি দিয়ে বিশ্ব বাস্তবতা মোকাবিলা করা আজ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শ্রম, কর্ম ও পেশার অংশীদারত্বমূলক রাজনৈতিক ব্যবস্থাপনা ছাড়া স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখা কঠিন হয়ে পড়বে।’
সভায় প্রধান আলোচক হিসেবে জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার স্বার্থে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা জরুরি। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিন ফুরিয়ে আসছে। অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগের পর রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকট নিরসনের একমাত্র বিকল্প হচ্ছে জাতীয় সরকার গঠন করা।’
সভায় অন্যদের মধ্যে ঠাকুরগাঁও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, দিনাজপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী, নীলফামারী জেলা জেএসডির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান মিলন, রংপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জেহাদী প্রমুখ বক্তব্য রাখেন।
অপশাসনের বিরুদ্ধে গণ আন্দোলন সৃষ্টির লক্ষ্যে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলা এখন অপরিহার্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। আজ শুক্রবার জেএসডি রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট, লাগামহীন দ্রব্যমূল্য, বুভুক্ষু মানুষের হাহাকার, রাজনৈতিক নৈরাজ্য, ভয়ংকর দুর্নীতি, সীমাহীন অর্থ লুণ্ঠন ও পাচার, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং ভূ-রাজনৈতিক বাস্তবতায় সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে উল্লেখ করে আ স ম আব্দুর রব বলেন, ‘বাংলাদেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠিত হওয়ায় মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের সকল সম্ভাবনার অপমৃত্যু হচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে রাজনৈতিক, অর্থনৈতিক মুক্তি এবং সমাজ রূপান্তরের যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তা ১৯৭২ সালেই আওয়ামী লীগ বিনষ্ট করে দেয়। সে প্রক্রিয়া আজও অব্যাহত। মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক গণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রবর্তনের প্রতি কোনো শাসকই কখনো মনোযোগ দেয়নি। এখন গণতন্ত্রহীনতা এবং নাগরিক জীবনের ওপর রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করে রাষ্ট্রকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।’
জেএসডি সভাপতি বলেন, ‘সংঘাত, সংঘর্ষ ও অনৈক্যের রাজনীতি দিয়ে বিশ্ব বাস্তবতা মোকাবিলা করা আজ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শ্রম, কর্ম ও পেশার অংশীদারত্বমূলক রাজনৈতিক ব্যবস্থাপনা ছাড়া স্বাধীনতা, সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখা কঠিন হয়ে পড়বে।’
সভায় প্রধান আলোচক হিসেবে জেএসডি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার স্বার্থে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা জরুরি। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিন ফুরিয়ে আসছে। অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগের পর রাজনৈতিক ও শাসনতান্ত্রিক সংকট নিরসনের একমাত্র বিকল্প হচ্ছে জাতীয় সরকার গঠন করা।’
সভায় অন্যদের মধ্যে ঠাকুরগাঁও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, দিনাজপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী, নীলফামারী জেলা জেএসডির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান মিলন, রংপুর জেলা জেএসডির সাধারণ সম্পাদক ডা. আব্দুস সাদেক জেহাদী প্রমুখ বক্তব্য রাখেন।
নাহিদ ইসলাম বলেন, ‘শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তাঁর ভূমিকা ও ত্যাগ আমরা স্বীকার করি। তবে তাঁর শাসনামলে ঘটে যাওয়া জাতীয় ট্র্যাজেডির কথাও আমরা স্মরণ করি। শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ ভারতের একটি শাখা রাজ্যে পরিণত হয়। ১৯৭২ সালের জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেহারুনুর রশীদ বলেন, ‘আজকে দেশে বিনিয়োগ নাই। কর্মসংস্থান নাই। জনপ্রতিনিধি নাই। স্বাভাবিকভাবেই দেশের মানুষ নানা সংকটে আছে। যে শক্তিগুলো বিভিন্ন রকমের অছিলা করে নির্বাচনকে বানচাল ও শর্ত দিয়ে বিলম্ব করতে চায়, আমি মনে করি তারা দেশের শত্রু, গণতন্ত্রের শত্রু। দীর্ঘ ১৬ বছর ধরে আমরা লড়াই করেছি।
৫ ঘণ্টা আগেনির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে দলের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘এখনো গণতন্ত্র নাগালের বাইরে। আমরা চাই বিশ্বাস করতে যে নির্বাচন হবে, তবে ভোট গণনার আগে পর্যন্ত তা নিয়ে শঙ্কা থেকে যায়।’
৮ ঘণ্টা আগেচিকিৎসার জন্য লন্ডন গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ শুক্রবার সকাল ৭টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। তাঁর সঙ্গে আছেন স্ত্রী বিলকিস আখতার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন।
৯ ঘণ্টা আগে