Ajker Patrika

দোয়া চেয়েছেন খালেদা জিয়া : ভাসানীর মেয়ে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩: ৫৮
দোয়া চেয়েছেন খালেদা জিয়া : ভাসানীর মেয়ে

খালেদা জিয়া সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিল মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরিবার। 

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় ভাসানীর পরিবারের পাঁচ সদস্যের একটি দল বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে এবং তার সঙ্গে খুবই অল্প সময় কথা বলে। 

সাক্ষাৎ শেষে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভাসানীর পরিবারের পক্ষ থেকে তাঁর ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী। তিনি বলেন, 'বেগম জিয়া কথা বলতে পারছেন, তবে খুব ধীরে ধীরে। তিনি খুবই দুর্বল। তার সঙ্গে কথা হলে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।' তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানাই।

ভাসানীর নাতি হাবিব হাসান মনার বলেন, `আমরা বেগম জিয়াকে দেখতে গিয়েছিলাম। তাঁর চিকিৎসকেরা বলছেন, বেগম জিয়ার অবস্থা খারাপ। তাঁকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবি জানাই ভাসানির পরিবারের পক্ষ থেকে।'

ভাসানীর পরিবারে সদস্যরা হলেন—বড় মেয়ে রিজিয়া ভাসানী, ছোট মেয়ে মাহমুদা খানম ভাসানী, নাতি মাহমুদুল হক শানু, হাবিব হাসান মনার, নাতনি সুরাইয়া সুলতানা। এ ছাড়া তাঁদের সঙ্গে ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকু।

গত ১৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। দেশের বাইরে তাঁর চিকিৎসা করাটা খুব জরুরি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু সরকারের অনুমতি না পাওয়ায় সেটা সম্ভব হচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত