Ajker Patrika

বিএনপি এখন ডুবে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
বিএনপি এখন ডুবে যাচ্ছে: পরিকল্পনামন্ত্রী 

বিএনপিকে ইঙ্গিত করে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘একটি মহল দেশে নানা কুৎসা রটাচ্ছে। একবার বলে দেশ শ্রীলঙ্কা হয়ে গেছে। আরেকবার বলে ডলারের দাম বেড়ে আসমান ফেটে যাচ্ছে। তেলের দাম বৃদ্ধি পেয়েছে। শেষ আওয়ামী লীগ ও শেখ হাসিনা শেষ! যখন ডলার, তেলসহ জিনিসপত্রের দাম কমে যায় তখন তাঁদের মন খারাপ। কোনো অপপ্রচারে কাজ হচ্ছে না তাঁরা এখন ডুবে যাচ্ছে।’ 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তেল, গ্যাস আল্লাহ সৌদি, কুয়েতকে দিয়েছেন। আমাদের দেননি। আমাদের দিয়েছেন কোটি কোটি শ্রমিক। এসব শ্রমিক পৃথিবীজুড়ে কাজ করে অর্থ আয় করছেন। তাঁদের আয়ে আমরা উন্নয়নে এগিয়ে যাচ্ছি।’ 

আজ শুক্রবার বিকেল ৫টায় সুনামগঞ্জের জগন্নাথপুরে পেট্রোলিয়াম অ্যান্ড এলপিজি ফিলিং স্টেশনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে দেশেও গত এক মাস যাবৎ কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। এসব আমরা লুকাই না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই সাহসী মানুষ। তাঁর সুযোগ্য নেতৃত্বে ধীরে ধারে এসব সমস্যার সমাধান করে এগিয়ে যাচ্ছে দেশ।’ 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বর্তমান পরিস্থিতি সবচেয়ে সমস্যায় আছে দেশের নিম্নআয়ের মানুষ। আমাদের প্রধানমন্ত্রী এসব মানুষের জন্য কাজ করছেন। মাসখানেকের মধ্যে সৃষ্ট সমস্যাগুলো কেটে যাবে। এরই মধ্যে ডলারের দাম, তেল, চালসহ অন্যান্য জিনিসপত্রের দাম কমতে শুরু করেছে। ইনশা আল্লাহ সব ঠিক হয়ে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত