নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্ম তারিখের নথি তলব করে আদালতের রুল জারিতে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'এটা একটা ইস্যু হতে পারে না। রাজনীতি তো নেই। তাই এই ধরনের ইস্যু সৃষ্টি করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মূল সমস্যাগুলো থেকে জনগণকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।'
সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
গতকাল রোববার খালেদা জিয়ার জন্মদিনের সব নথি তলব করে রুল জারি করেছে হাইকোর্ট। তাঁর জন্মতারিখ নিয়ে যাবতীয় তথ্য আগামী ৬০ দিনের মধ্যে জমা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। এ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদর্শটি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে এর প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, 'এটার বিষয়ে আদালত হুকুম দিয়েছেন। আমি জানি না আদালত কীভাবে এটা দিলেন।'
বিএনপি চেয়ারপারসনের একাধিক জন্মতারিখ ব্যবহারের বিষয়ে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে এ আবেদনটি করেন আইনজীবী মামুনুর রশিদ।
বিএনপি মহাসচিব বলেন, 'আমি যতটুকু বুঝি, ব্যক্তিগতভাবে যদি কেউ নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করেন, তখন রিট করতে পারেন। কিন্তু যিনি রিট করেছেন, তিনি তো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত নন।'
রিট আবেদনে পাঁচটি তারিখে খালেদার জন্মদিন উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে সম্প্রতি খালেদা জিয়ার করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদনে তাঁর জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৪৬ সালের ৮ মে।
তবে বিএনপি মহাসচিবের দাবি, এ বিষয়টা নিয়ে যা বলা হচ্ছে, তা অসত্য। যে রিপোর্টের কথা বলা হচ্ছে, সেটাও মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্ম তারিখের নথি তলব করে আদালতের রুল জারিতে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'এটা একটা ইস্যু হতে পারে না। রাজনীতি তো নেই। তাই এই ধরনের ইস্যু সৃষ্টি করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মূল সমস্যাগুলো থেকে জনগণকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।'
সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
গতকাল রোববার খালেদা জিয়ার জন্মদিনের সব নথি তলব করে রুল জারি করেছে হাইকোর্ট। তাঁর জন্মতারিখ নিয়ে যাবতীয় তথ্য আগামী ৬০ দিনের মধ্যে জমা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। এ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদর্শটি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে এর প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, 'এটার বিষয়ে আদালত হুকুম দিয়েছেন। আমি জানি না আদালত কীভাবে এটা দিলেন।'
বিএনপি চেয়ারপারসনের একাধিক জন্মতারিখ ব্যবহারের বিষয়ে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে এ আবেদনটি করেন আইনজীবী মামুনুর রশিদ।
বিএনপি মহাসচিব বলেন, 'আমি যতটুকু বুঝি, ব্যক্তিগতভাবে যদি কেউ নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করেন, তখন রিট করতে পারেন। কিন্তু যিনি রিট করেছেন, তিনি তো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত নন।'
রিট আবেদনে পাঁচটি তারিখে খালেদার জন্মদিন উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে সম্প্রতি খালেদা জিয়ার করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদনে তাঁর জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৪৬ সালের ৮ মে।
তবে বিএনপি মহাসচিবের দাবি, এ বিষয়টা নিয়ে যা বলা হচ্ছে, তা অসত্য। যে রিপোর্টের কথা বলা হচ্ছে, সেটাও মিথ্যা বলে দাবি করেছেন তিনি।
নৈতিক স্খলনের অভিযোগে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে দুই মাস সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত রাখার পর পুনরায় দলে ফেরানো হয়েছে। তাঁকে দেওয়া শোকজ (কারণ দর্শানো) নোটিশটি প্রত্যাহার করা হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় এনসিপি।
২ ঘণ্টা আগেঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ বৈঠকে তারা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের কিছু অমীমাংসিত বিরোধ সমাধানের বিষয়ে কথা বলেছেন বলে জানান। গতকাল শনিবার (২৩ আগস্ট) বিকেলে পাকিস্তানের হাইকমিশনের আমন্ত্রণে এই বৈঠক অনুষ্ঠিত...
৩ ঘণ্টা আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নতুন সংবিধানের দাবি আবার জানাল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, তাদের এসব দাবি আদায় না হলে সে নির্বাচনে এনসিপি অংশ নেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।
১৩ ঘণ্টা আগেজুলাই জাতীয় সনদ শহীদদের রক্তস্নাত। ছাত্র-জনতা দেশের মৌলিক সংস্কারের জন্য জীবন দিয়েছে। এ কারণে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা এবং একে আইনগত ভিত্তি দেওয়া দরকার। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আজ শনিবার বিকেলে ‘জুলাই সনদ: আকাঙ্ক্ষা ও বাস্তবায়ন’ বিষয়ক এক গোলটেবিল বৈঠকে বক্তারা
১৩ ঘণ্টা আগে