Ajker Patrika

খালেদা জিয়ার জন্ম তারিখের নথি তলব কোনো ইস্যু হতে পারে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৪ জুন ২০২১, ১৭: ০৬
খালেদা জিয়ার জন্ম তারিখের নথি তলব কোনো ইস্যু হতে পারে না: মির্জা ফখরুল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্ম তারিখের নথি তলব করে আদালতের রুল জারিতে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'এটা একটা ইস্যু হতে পারে না। রাজনীতি তো নেই। তাই এই ধরনের ইস্যু সৃষ্টি করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মূল সমস্যাগুলো থেকে জনগণকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে।'

সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

গতকাল রোববার খালেদা জিয়ার জন্মদিনের সব নথি তলব করে রুল জারি করেছে হাইকোর্ট। তাঁর জন্মতারিখ নিয়ে যাবতীয় তথ্য আগামী ৬০ দিনের মধ্যে জমা দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। এ সংক্রান্ত একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদর্শটি দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে এর প্রতিক্রিয়ায় ফখরুল বলেন, 'এটার বিষয়ে আদালত হুকুম দিয়েছেন। আমি জানি না আদালত কীভাবে এটা দিলেন।'

বিএনপি চেয়ারপারসনের একাধিক জন্মতারিখ ব্যবহারের বিষয়ে ব্যবস্থা নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে সম্প্রতি হাইকোর্টে এ আবেদনটি করেন আইনজীবী মামুনুর রশিদ।

বিএনপি মহাসচিব বলেন, 'আমি যতটুকু বুঝি, ব্যক্তিগতভাবে যদি কেউ নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করেন, তখন রিট করতে পারেন। কিন্তু যিনি রিট করেছেন, তিনি তো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত নন।'

রিট আবেদনে পাঁচটি তারিখে খালেদার জন্মদিন উল্লেখ করা হয়েছে। এরই মধ্যে সম্প্রতি খালেদা জিয়ার করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদনে তাঁর জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে ১৯৪৬ সালের ৮ মে।

তবে বিএনপি মহাসচিবের দাবি, এ বিষয়টা নিয়ে যা বলা হচ্ছে, তা অসত্য। যে রিপোর্টের কথা বলা হচ্ছে, সেটাও মিথ্যা বলে দাবি করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত