নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পরিবহন বন্ধ রাখা প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বাস-ট্রাক মালিক সমিতি দেখেছে, বিএনপি-জামায়াত বাসে অগ্নিসন্ত্রাস করেছে, যাত্রীসহ বাস পুড়িয়ে দিয়েছে। এখনো তারা পরিবহনে অগ্নিসন্ত্রাস করতে পারে এমন আশঙ্কা থেকে বাস বন্ধ করতে পারেন মালিকেরা।’
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির আন্দোলন-সংগ্রামে বাধা না দিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পরিষ্কার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে নানক বলেন, ‘যে যার কর্মসূচি পালন করবে, কোনো বাধা দেওয়া যাবে না। বিভিন্ন জায়গায় যে পরিবহন বন্ধ হচ্ছে, সেটি আতঙ্কের কারণে পরিবহন মালিকেরা করছেন। সরকারের কোনো নির্দেশনায় এটি করা হচ্ছে না।’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কোনোভাবেই অগ্নিসন্ত্রাস, লাঠিমিছিল করা যাবে না—সেটি বিএনপিকে মনে রাখতে হবে। তাদের লাঠিমিছিল বন্ধ করতে হবে।’
আওয়ামী লীগের এই নেতা বিএনপির প্রতি অভিযোগ করে আরও বলেন, ‘বিএনপি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কথা বলে, অশালীন কথা বলে। সে জন্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে, রাজনৈতিক ভাষায় ফিরে আসার অনুরোধ জানাচ্ছি।’
সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশের প্রস্তুতির বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ঐতিহাসিক এই মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ দিয়েছেন। বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা দেন তিনি। ডিসেম্বরে বিজয়ের মাস সামনে রেখে এই মাঠে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রায় ১০ লাখ যুবক উপস্থিত হবে এখানে।’
আওয়ামী লীগের কয়েকটি সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন, ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন, ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। যুবলীগের মহাসমাবেশ ও আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য, আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে, আমাদের কর্মযজ্ঞ চলছে। যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্যাপনসহ সম্মেলন হবে সোহরাওয়ার্দী উদ্যানে এক মঞ্চে।’
এ সময় আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সদস্যসচিব ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পরিবহন বন্ধ রাখা প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘বাস-ট্রাক মালিক সমিতি দেখেছে, বিএনপি-জামায়াত বাসে অগ্নিসন্ত্রাস করেছে, যাত্রীসহ বাস পুড়িয়ে দিয়েছে। এখনো তারা পরিবহনে অগ্নিসন্ত্রাস করতে পারে এমন আশঙ্কা থেকে বাস বন্ধ করতে পারেন মালিকেরা।’
আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিএনপির আন্দোলন-সংগ্রামে বাধা না দিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা পরিষ্কার নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে নানক বলেন, ‘যে যার কর্মসূচি পালন করবে, কোনো বাধা দেওয়া যাবে না। বিভিন্ন জায়গায় যে পরিবহন বন্ধ হচ্ছে, সেটি আতঙ্কের কারণে পরিবহন মালিকেরা করছেন। সরকারের কোনো নির্দেশনায় এটি করা হচ্ছে না।’
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কোনোভাবেই অগ্নিসন্ত্রাস, লাঠিমিছিল করা যাবে না—সেটি বিএনপিকে মনে রাখতে হবে। তাদের লাঠিমিছিল বন্ধ করতে হবে।’
আওয়ামী লীগের এই নেতা বিএনপির প্রতি অভিযোগ করে আরও বলেন, ‘বিএনপি রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কথা বলে, অশালীন কথা বলে। সে জন্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে, রাজনৈতিক ভাষায় ফিরে আসার অনুরোধ জানাচ্ছি।’
সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশের প্রস্তুতির বিষয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘ঐতিহাসিক এই মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ দিয়েছেন। বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের দিকনির্দেশনা দেন তিনি। ডিসেম্বরে বিজয়ের মাস সামনে রেখে এই মাঠে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। প্রায় ১০ লাখ যুবক উপস্থিত হবে এখানে।’
আওয়ামী লীগের কয়েকটি সংগঠনের সম্মেলনের তারিখ ঘোষণার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২৬ নভেম্বর মহিলা আওয়ামী লীগের সম্মেলন, ৩ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন, ৯ ডিসেম্বর যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। পরে ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। যুবলীগের মহাসমাবেশ ও আওয়ামী লীগের কাউন্সিলকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য, আনন্দ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে, আমাদের কর্মযজ্ঞ চলছে। যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্যাপনসহ সম্মেলন হবে সোহরাওয়ার্দী উদ্যানে এক মঞ্চে।’
এ সময় আওয়ামী লীগের সম্মেলনের মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সদস্যসচিব ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১০ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১২ ঘণ্টা আগেগত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
১৪ ঘণ্টা আগে