নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বর্তমান সরকার দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকসহ প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘ব্যর্থ সরকার কারসাজি করে আবার ক্ষমতায় বসার ছক কষছে।’
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে তদারকি সরকারের অধীনে নির্বাচন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা, সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ নানান দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে মানুষের কথা বলার অধিকার নেই। ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে। সরকারের কাছের লোকজন প্রভাব খাঁটিয়ে ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে পাচার করছে। অর্থনীতি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। জননিরাপত্তা নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সবক্ষেত্রে ব্যর্থ সরকার কারসাজি করে আবার ক্ষমতায় বসার ছক কষছে।’
নির্বাচনকালীন তদারকি সরকারের দাবি জানিয়ে প্রিন্স বলেন, ‘দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হলে তাতে মানুষ ভোট দিতে পারবে না। সংসদ বহাল থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে না। টাকার খেলা, পেশি শক্তি, কারসাজি, নির্বাচনী প্রচারে ধর্মের ব্যবহার বন্ধ না হলে ভোটের পরিবেশ থাকবে না।’
টাকা পাচারকারী, ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, ব্যাংক ডাকাতি-ঋণ খেলাপি-কর ফাঁকির ঘটনা এমন পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত মুখ খুলতে বাধ্য হচ্ছেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন থেকে বিজয় নগর, শান্তিনগর, মালিবাগ হয়ে মৌচাকে গিয়ে শেষ হয়।
সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, বাসদ (মার্ক্সবাদী) নেতা ডা. জয়দীপ ভট্টাচার্য, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।
বর্তমান সরকার দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকসহ প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘ব্যর্থ সরকার কারসাজি করে আবার ক্ষমতায় বসার ছক কষছে।’
শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে তদারকি সরকারের অধীনে নির্বাচন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা, সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ নানান দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি।
রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে মানুষের কথা বলার অধিকার নেই। ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে। সরকারের কাছের লোকজন প্রভাব খাঁটিয়ে ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে পাচার করছে। অর্থনীতি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। জননিরাপত্তা নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সবক্ষেত্রে ব্যর্থ সরকার কারসাজি করে আবার ক্ষমতায় বসার ছক কষছে।’
নির্বাচনকালীন তদারকি সরকারের দাবি জানিয়ে প্রিন্স বলেন, ‘দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হলে তাতে মানুষ ভোট দিতে পারবে না। সংসদ বহাল থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে না। টাকার খেলা, পেশি শক্তি, কারসাজি, নির্বাচনী প্রচারে ধর্মের ব্যবহার বন্ধ না হলে ভোটের পরিবেশ থাকবে না।’
টাকা পাচারকারী, ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, ব্যাংক ডাকাতি-ঋণ খেলাপি-কর ফাঁকির ঘটনা এমন পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত মুখ খুলতে বাধ্য হচ্ছেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন থেকে বিজয় নগর, শান্তিনগর, মালিবাগ হয়ে মৌচাকে গিয়ে শেষ হয়।
সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, বাসদ (মার্ক্সবাদী) নেতা ডা. জয়দীপ ভট্টাচার্য, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।’
৩ ঘণ্টা আগেস্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদে ইস্তফা দেওয়ার পর রাজনীতিতে যুক্ত হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হবেন কি না, তা অবশ্য টক শোতে স্পষ্ট করেননি গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ। একই সঙ্গে গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের নিয়
৫ ঘণ্টা আগেজুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া ছাড়া বিদেশিদের দ্বারা কোনো পাতানো নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী অংশ নেবে না বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর বিজয়নগর সড়কে এক সমাবেশে প্রধান অতিথির বক্তেব্য তিনি এ কথা বলেন।
৬ ঘণ্টা আগেকমরেড হারুন চৌধুরী নিজেকে বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি দাবি করে বলেছেন, ‘দিলীপ বড়ুয়া দলের সাধারণ সম্পাদক ছিলেন। তবে তিনি এখন কোথায় আছেন, সেই বিষয়ে আমি কিছুই জানি না। আমি দলের সভাপতি।’
৬ ঘণ্টা আগে