Ajker Patrika

ব্যর্থ সরকার আবারও ক্ষমতায় বসার ছক কষছে: বাম গণতান্ত্রিক জোট 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্যর্থ সরকার আবারও ক্ষমতায় বসার ছক কষছে: বাম গণতান্ত্রিক জোট 

বর্তমান সরকার দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকসহ প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘ব্যর্থ সরকার কারসাজি করে আবার ক্ষমতায় বসার ছক কষছে।’ 

শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টন মোড়ে তদারকি সরকারের অধীনে নির্বাচন, পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা, সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ নানান দাবিতে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কথা বলেন তিনি। 

রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘দেশে মানুষের কথা বলার অধিকার নেই। ব্যাংকগুলো ফোকলা হয়ে গেছে। সরকারের কাছের লোকজন প্রভাব খাঁটিয়ে ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নিয়ে পাচার করছে। অর্থনীতি চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে। জননিরাপত্তা নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। সবক্ষেত্রে ব্যর্থ সরকার কারসাজি করে আবার ক্ষমতায় বসার ছক কষছে।’ 

নির্বাচনকালীন তদারকি সরকারের দাবি জানিয়ে প্রিন্স বলেন, ‘দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হলে তাতে মানুষ ভোট দিতে পারবে না। সংসদ বহাল থাকলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে না। টাকার খেলা, পেশি শক্তি, কারসাজি, নির্বাচনী প্রচারে ধর্মের ব্যবহার বন্ধ না হলে ভোটের পরিবেশ থাকবে না।’ 

টাকা পাচারকারী, ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, ব্যাংক ডাকাতি-ঋণ খেলাপি-কর ফাঁকির ঘটনা এমন পর্যায়ে চলে গেছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত মুখ খুলতে বাধ্য হচ্ছেন। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন থেকে বিজয় নগর, শান্তিনগর, মালিবাগ হয়ে মৌচাকে গিয়ে শেষ হয়। 

সিপিবি নেতা ডা. সাজেদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাসদ নেতা খালেকুজ্জামান লিপন, বাসদ (মার্ক্সবাদী) নেতা ডা. জয়দীপ ভট্টাচার্য, বিপ্লবী গণতান্ত্রিক পার্টির শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত