Ajker Patrika

এককভাবে নির্বাচন করতে বিএনপিকে নির্মূলের চেষ্টা করছে আ.লীগ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৫: ০১
এককভাবে নির্বাচন করতে বিএনপিকে নির্মূলের চেষ্টা করছে আ.লীগ: মির্জা ফখরুল

২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার বিরোধী দলকে নির্মূল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর দাবি, ২০১৪ ও ২০১৮-এর মতো এককভাবে নির্বাচন করতে আওয়ামী লীগ পুরোনো কায়দায় নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলা দিয়ে বিএনপিকে দমন করার চেষ্টা করছে।

আজ শুক্রবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, ‘২০২৩-এর নির্বাচন সামনে রেখে দেশকে বিরোধী দলশূন্য করতে ২০১৪ ও ২০১৮-এর মতো সরকার একই কাজ করছে। এখন একই কায়দায় বিরোধী দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেপ্তার ও ভয়ভীতি ছড়িয়ে বিরোধী দলকে নির্মূল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা তথাকথিত যে নির্বাচন ২০২৩ সালে অনুষ্ঠান করতে চায়, সেই নির্বাচনে যেন তারা এককভাবে আগের মতোই করতে পারে, সেই কৌশল নিয়েছে।’

এর আগে গত ৬ এপ্রিল রাজধানীর মতিঝিলে লিফলেট বিতরণ কর্মসূচি থেকে গ্রেপ্তার হন বিএনপির বিদেশবিষয়ক উপকমিটির সদস্য ইশরাক হোসেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে ইশরাকসহ গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তি ও তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বিনা উসকানিতে ইশরাককে গ্রেপ্তার করা হয়। সেখানে মারধর করা হয় আরও অনেককে। ৮৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই ৮৮ জন হচ্ছেন বিএনপির মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ। সব থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে মামলা করা হয়েছে। চকবাজার থানা কমিটির আহ্বায়ক আনোয়ার পারভেজ বাদল ওমরাহ করতে গেছেন, তাঁর নামেও মামলা করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আবারও আওয়ামী লীগের সরকার তার পুলিশ বাহিনীকে দিয়ে, রাষ্ট্রযন্ত্র দিয়ে একইভাবে একদিকে বিচার বিভাগকে ব্যবহার করছে, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করছে। ব্যবহার করে তারা মূল যে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এখান থেকে নির্মূল করার চেষ্টা করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত