Ajker Patrika

নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি খোকনের

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৮: ২৪
নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি খোকনের

নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

আজ শনিবার বিকেলে নরসিংদীর চিনিশপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্কুলছাত্র তাহমিদ ভূঁইয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ‘এ দেশে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার আর নেই। তারা গণহত্যাকারী। তাদের বিরুদ্ধে এ দেশের লক্ষ–কোটি জনগণ। তারা (আওয়ামী লীগ) আত্মগোপন করেছে, আত্মগোপন করেও তারা বাঁচতে পারবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন—এ বিশ্বাস আমাদের আছে।’ যত দ্রুত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বানও জানান তিনি।

খায়রুল কবির খোকন নিহত স্কুলছাত্র তাহমিদ ভূঁইয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারকে আর্থিক সহায়তা দেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মনজুর এলাহী, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভূঁইয়া, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূঁইয়া, শাহজাহান মল্লিক, মহসিন হোসেন বিদ্যুৎ, চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, শহর যুবদল নেতা সুমন চৌধুরী প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত