Ajker Patrika

বিশ্বে বাংলাদেশের প্রশংসায় বিএনপির গাত্রদাহ হচ্ছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২২, ২১: ১৬
বিশ্বে বাংলাদেশের প্রশংসায় বিএনপির গাত্রদাহ হচ্ছে: তথ্যমন্ত্রী

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বাড়ুক তা তারা চায় না। যে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের কাছে প্রশংসা পাচ্ছে, এতে গাত্রদাহ হচ্ছে বিএনপির।

আজ শুক্রবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশের জিডিপি ভুয়া—বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যকে আজগুবি অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘আইএমএফের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট ও মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশে যে এই উচ্চ প্রবৃদ্ধি অর্জন হচ্ছে এবং মাথাপিছু আয় গত ১৩ বছরে সাড়ে চার গুণ বৃদ্ধি পেয়েছে, তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীররা খুশি না। তারা চায় দেশের মানুষ দরিদ্র থাকুক। এ জন্যই তারা আজগুবি কথা বলে প্রশ্নবিদ্ধ করার প্রচেষ্টা চালায়।’ 

এ সময় ইউক্রেনে নিহত বাংলাদেশি নাবিকের মৃতদেহ দেশে নিয়ে আসা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘ইউক্রেন থেকে ভারতীয় নাগরিকদের নিরাপদে সরিয়ে না আনার অভিযোগ উঠেছিল। বিভিন্ন দেশের নাগরিককে ৬০ কিলোমিটার হেঁটে পথ পাড়ি দিতে হয়েছে। সেখানে বাংলাদেশি নাবিকদের নিরাপদে ফিরিয়ে নিয়ে আসার পদক্ষেপটি অভাবনীয়, যার জন্য তাঁদের পরিবারও ধন্যবাদ জানিয়েছে। নিহত নাবিকের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত