অনলাইন ডেস্ক
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এদিন বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে।
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। আমরা ৫ আগস্ট নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখেছি, জুলাই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াই করে আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’
দলের আত্মপ্রকাশের সময় ও স্থানের ঘোষণা দিয়ে সারজিস আরও বলেন, ‘জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে আমরা আত্মপ্রকাশ করতে চাই। কারণ, এই সংসদকে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গার পরিবর্তে স্বৈরাচারের আখড়া বানিয়ে রাখা হয়েছিল।’
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন, একটা নতুন ধারার গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে তরুণেরা কাজ করে যাচ্ছেন। এ দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা নিষ্পেষিত হয়ে আসছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা গড়ে ওঠেনি।
নতুন রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপট প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যান। যেকোনো ঐতিহাসিক ঘটনার পরে জনমানুষের নতুন আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়। বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে দেখতে চায় ছাত্র-জনতা। এ নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। এই দল জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে।
জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে ২৮ ফেব্রুয়ারি। এদিন বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে সমাবেশ করে দলটির আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হবে।
রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সোমবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
সারজিস আলম বলেন, ‘অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে, একটি শক্তিশালী রাজনৈতিক দল। আমরা ৫ আগস্ট নতুন বাংলাদেশে যে স্বপ্ন দেখেছি, জুলাই চেতনাকে ধারণ করে বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যাওয়া আমাদের প্রধান লক্ষ্য। এটা একটা দীর্ঘ লড়াই। এই লড়াই করে আগামী প্রজন্মকে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই।’
দলের আত্মপ্রকাশের সময় ও স্থানের ঘোষণা দিয়ে সারজিস আরও বলেন, ‘জাতীয় সংসদ ভবনকে সামনে রেখে আমরা আত্মপ্রকাশ করতে চাই। কারণ, এই সংসদকে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলনের জায়গার পরিবর্তে স্বৈরাচারের আখড়া বানিয়ে রাখা হয়েছিল।’
সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন, একটা নতুন ধারার গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে তরুণেরা কাজ করে যাচ্ছেন। এ দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের দ্বারা নিষ্পেষিত হয়ে আসছে। স্বাধীনতার ৫৪ বছর পার হলেও দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা গড়ে ওঠেনি।
নতুন রাজনৈতিক দল গঠনের প্রেক্ষাপট প্রসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেন, ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যান। যেকোনো ঐতিহাসিক ঘটনার পরে জনমানুষের নতুন আশা-আকাঙ্ক্ষা তৈরি হয়। বাংলাদেশ রাষ্ট্রকে নতুনভাবে দেখতে চায় ছাত্র-জনতা। এ নতুন আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি নতুন রাজনৈতিক দলের প্রয়োজন ছিল। এই দল জনগণের সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে কাজ করবে।
ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে দেখা করে রাষ্ট্র সংস্কার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা। আজ সোমবার রাজধানীর গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকেল ৫টা থেকে এক ঘণ্টার বৈঠক হয়...
১০ ঘণ্টা আগেভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে গুলশান-২ নম্বরে রাষ্ট্রদূতের বাসভবনে যান আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় চার নেতা। এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত...
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ইতিহাসে আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অনেকে ভাবছে, একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই, তাই আগামী নির্বাচন কী আর কঠিন হবে। তবে আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে।
১২ ঘণ্টা আগেগত বছরের অক্টোবরের তুলনায় বর্তমানে দেশের বড় দল বিএনপির জনপ্রিয়তা কমলেও বাড়ছে তরুণদের নেতৃত্বে গঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনপ্রিয়তা। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ২০২৪ সালের অক্টোবরে বিএনপির জনপ্রিয়তা ছিল ১৬ দশমিক ৩ শতাংশ, গত জুলাইয়ে তা ১২ শতাংশে নেমেছে..
১৪ ঘণ্টা আগে