নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তাঁদের গ্রেপ্তারের দাবিতে সাধারণ মানুষকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যারা বেনজীর এবং আজিজকে তৈরি করেছে, তাদেরকে এমনি এমনি যেতে দেওয়া যাবে না। কেন এখন পর্যন্ত আজিজ কিংবা বেনজীরকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি, সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন।’
এই সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না উল্লেখ করে মান্না বলেন, ‘জাতিসংঘের প্রতিনিধি রোজারিক বলেছেন—তাঁর কাছে অভিযোগ করা হয়েছে। পিস কোরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে যে আর্মি-পুলিশ ও অন্য অফিসারদের নিয়ে এসেছ, তাদের চাকরি দিচ্ছ, এরা তো নিজের দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে।’
তিনি আরও বলেন, ‘রোজারিক বলেছেন—আমরা খুঁজে দেখব। যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে, তাদের আমরা ফেরত পাঠিয়ে দেব। পুরো সামরিক বাহিনীর বদনাম কুড়িয়েছে এই লোকটা।’
মান্না বলেন, ‘এই সরকার জনগণকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। গত বাজেটের চেয়ে এবার এক লাখ কোটি টাকা বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ঋণের টাকা জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে।’
অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন—সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজিজ এবং বেনজীর এসেছে। এই সরকার কী আজিজ-বেনজীরদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? বেনজীরকে দিয়ে যে অপকর্ম করানো হয়েছে, এখন বিচার না করলে দায় সরকারের ওপরে আসবে। আনারের মাংস যদি বাথরুমের ট্যাংকি থেকে উদ্ধার করা যায়, তাহলে আমরা জানতে চাই—চৌধুরী আলম ইলিয়াস আলীসহ গুম হওয়ারা কোথায় আছে?’
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাবেক, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ।
সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এ সময় তাঁদের গ্রেপ্তারের দাবিতে সাধারণ মানুষকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।
আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যারা বেনজীর এবং আজিজকে তৈরি করেছে, তাদেরকে এমনি এমনি যেতে দেওয়া যাবে না। কেন এখন পর্যন্ত আজিজ কিংবা বেনজীরকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদের নামে মামলা দেওয়া হয়নি, সেই ব্যাপারে দাবি তুলতে রাজপথে নামেন।’
এই সরকার আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না উল্লেখ করে মান্না বলেন, ‘জাতিসংঘের প্রতিনিধি রোজারিক বলেছেন—তাঁর কাছে অভিযোগ করা হয়েছে। পিস কোরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকে যে আর্মি-পুলিশ ও অন্য অফিসারদের নিয়ে এসেছ, তাদের চাকরি দিচ্ছ, এরা তো নিজের দেশে মানবতাবিরোধী অপরাধ করেছে।’
তিনি আরও বলেন, ‘রোজারিক বলেছেন—আমরা খুঁজে দেখব। যাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আছে, তাদের আমরা ফেরত পাঠিয়ে দেব। পুরো সামরিক বাহিনীর বদনাম কুড়িয়েছে এই লোকটা।’
মান্না বলেন, ‘এই সরকার জনগণকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি। গত বাজেটের চেয়ে এবার এক লাখ কোটি টাকা বাজেট বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ঋণের টাকা জনগণের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে।’
অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন—সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজিজ এবং বেনজীর এসেছে। এই সরকার কী আজিজ-বেনজীরদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়ে কোনো ব্যবস্থা নিয়েছে? বেনজীরকে দিয়ে যে অপকর্ম করানো হয়েছে, এখন বিচার না করলে দায় সরকারের ওপরে আসবে। আনারের মাংস যদি বাথরুমের ট্যাংকি থেকে উদ্ধার করা যায়, তাহলে আমরা জানতে চাই—চৌধুরী আলম ইলিয়াস আলীসহ গুম হওয়ারা কোথায় আছে?’
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির ঢাকা মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাবেক, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সেলিম মিয়া প্রমুখ।
জাতীয় সংসদ নির্বাচন হলে ক্ষমতার খরা কাটানোর আশাবাদী বিএনপি আগামী ডিসেম্বরে নির্বাচন দাবি করছে। দাবি আদায়ে মাঠের কর্মসূচি শুরু করেছে। করণীয় নিয়ে বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করছে। তবে ভোটের জন্য অপেক্ষা দীর্ঘ হলেও অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার মতো কোনো কর্মসূচি দেবে না দলটি। কোনো সংঘাতেও জড়াবে না।
৩ ঘণ্টা আগেবর্তমানে দেশে শ্রমিকসমাজ বিভিন্নভাবে অত্যাচারিত-নিপীড়িত ও নিষ্পেষিত উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় অল্প কিছুদিনের ব্যবধানে লক্ষাধিক শ্রমিক চাকরিচ্যুত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার..
৬ ঘণ্টা আগেআওয়ামী লীগের বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার প্রশ্নে ঐকমত্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ও গণসংহতি আন্দোলনের নেতারা। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং নির্বাচনের আগে সংস্কার কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়েও আলোচনা করেছেন তাঁরা।
৯ ঘণ্টা আগেদেশের হিন্দু সম্প্রদায়ের সদস্যদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা কারও চেয়ে কম নন। আপনারা বাংলাদেশের নাগরিক। এ দেশ আপনাদের জন্মভূমি। রাজনৈতিক মত আলাদা হতে পারে, দল ভিন্ন হতে পারে, তবে অধিকার সবারই সমান। সেই অধিকার রক্ষা করতে আমরা জীবন দিতেও প্রস্তুত।’
১৩ ঘণ্টা আগে