Ajker Patrika

বাহিনী দিয়ে পূজার নিরাপত্তা রক্ষা জাতির জন্য লজ্জা: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাহিনী দিয়ে পূজার নিরাপত্তা রক্ষা জাতির জন্য লজ্জা: জিএম কাদের

আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে পূজার নিরাপত্তা রক্ষা জাতির জন্য লজ্জা বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। আজ রোববার রাতে ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যান এর প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 

কাদের বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির হাজার বছরের ঐতিহ্য আছে আমাদের। একই মাঠে মসজিদ ও মন্দির আছে। কেউ কাউকে বিরক্ত করবে না এটাই আমাদের ঐতিহ্য। যেকোনো মূল্যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখব। বাহিনী দিয়ে পূজার নিরাপত্তা রক্ষা জাতির জন্য লজ্জা। 

জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, গ্রামাঞ্চলের নিরীহ সংখ্যালঘু সম্প্রদায় এখনও হয়রানির শিকার হচ্ছেন। অনেকেই বড় বড় কথা বলেন, কিন্তু সংখ্যালঘুদের ওপর কারা নির্যাতন করে তা সবাই জানেন। আমরা সব সময়ই সংখ্যালঘুদের পাশে থাকব। 

সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, এ দেশে কোন সংখ্যালঘু নেই। আমরা সবাই ভাই ভাই। আমরা যেকোন মূল্যে সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করব। পাকিস্তানিদের প্রেতাত্মাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্রের রোল মডেল। 

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা শেরীফা কাদের, মনিরুল ইসলাম মিলন, ভাইস চেয়ারম্যান আমির উদ্দিন ডালু, সাংগঠনিক সম্পাদক নির্মল দাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজাহারুল ইসলাম সরকারসহ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত