Ajker Patrika

শেখ হাসিনা কখনো পেছনের দুয়ার দিয়ে ক্ষমতায় আসেননি: মতিয়া চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনা কখনো পেছনের দুয়ার দিয়ে ক্ষমতায় আসেননি: মতিয়া চৌধুরী 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই পেছনের দুয়ার দিয়ে ক্ষমতায় আসেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় এ মন্তব্য করেন মতিয়া চৌধুরী। বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থা এ আলোচনা সভার আয়োজন করে।

এ সময় নির্বাচন প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, সংবিধান অনুযায়ী যথা সময়েই নির্বাচন হবে। দেশে গণতন্ত্র আছে। নির্বাচন নিয়ে অনেক কথাবার্তা আছে। নির্বাচন হবে, শেখ হাসিনা কোনো দিন পেছনের দুয়ার দিয়ে ক্ষমতায় আসেননি। যারা এগুলো নিয়ে কথা বলেন, তারা বলার খাতিরেই বলেন।’

ড. ওয়াজেদ মিয়াকে স্মরণ করে মতিয়া চৌধুরী বলেন, ‘তিনি মনে প্রাণে একজন বিজ্ঞানী ছিলেন। আমরা অনেক সময় নাটক বা সিনেমায় দেখি কিছু প্রফেসর থাকে ভোলাভালা, তিনিও সেভাবে চলতেন। দেশ জাতির জন্য তিনি সব সময় সজাগ ছিলেন।’

আলোচনা সভায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, আন্দোলন করতে শক্তি লাগে এবং মানুষের ভালোবাসা লাগে। আর বিএনপির আন্দোলনের শক্তি তো নাই এমনকি মানুষের ভালোবাসাও নাই। ওরা ক্ষমতায় গেলে স্লোগান হয় মা ও পুতে মিল্লা দেশ খাবে গিল্লা। আর বিরোধী দলে থাকলে ওরা আগুন সন্ত্রাস করে, পেট্রল বোমা মারে, মানুষ মারে। ওরা নির্বাচন প্রতিহতের নামে এহেন ও কোনো সন্ত্রাস নেই যে বিএনপি করেনি। ওরা বিচ্ছিন্নতাবাদী দল, তাদেরকে রাজনৈতিক দল বলে আমি মনে করি না।

আলোচনা সভাটির সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহাবুব হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত